স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখিয়ে এলেও দলকে চ্যাম্পিয়ন্স লিগ দিতে পারেননি বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। পরপর দুবার নকআউটে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। এবার বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগে হেরে বিদায় নিতে হয়েছে। এই পরিস্থিতিতে মেসির উপর ধৈর্য হারাচ্ছেন পিএসজির সমর্থকরা। বিশ্বকাপ জয়ী মহাতারকার উপর বেশ বিরক্ত ফরাসি ক্লাবটির সমর্থকরা। মেসিকে দল থেকে বাদ দিতে পদক্ষেপ নিতে যাচ্ছেন তারা।

স্প্যানিশ পত্রিকা মুন্দো দিপোর্তিভোর বরাত দিয়ে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, পিএসজির সমর্থকদের গ্রুপ পিএসজি আলট্রাসের পক্ষ থেকে মেসিকে দল থেকে বাদ দেয়ার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ফরাসি ক্লাবটির বিদায়ের পর আলট্রাস গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আমরা মেসিকে দল থেকে বের করতে রোববার বিক্ষোভ দেখাব। ও যেই বিপুল পরিমাণ বেতন পায় সেই পরিমাণ পরিশ্রম ও মাঠে দেয় না।

ফরাসি ক্লাবটির উগ্র সমর্থকদের মতে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিদায়ের প্রধান দোষী লিওনেল মেসি। তিনি দুটো লেগের কোনোটিতেই প্রভাব ফেলতে পারেননি বলে অভিযোগ তাদের। পাশাপাশি দলের চুক্তি নিয়ে মেসির টালবাহানাতেও বেশ বিরক্ত সমর্থকরা। এর ফলে দল গঠনে সমস্যা তৈরি হচ্ছে বলে তাদের বক্তব্য।

যদিও পিএসজির ডিরেক্টর লুইস ক্যাম্পাস নিশ্চিত করেছেন ক্লাব লিওনেল মেসির সঙ্গে আলোচনা করবে চুক্তি বৃদ্ধির ব্যাপারে। তিনি একটি সংবাদসংস্থাকে বলেন, এই মুহূর্তে আমরা মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারে কথা বলছি। আমি ওকে এই বিষয়ে রাখতে চাই, এখানে লুকনোর কিছু নেই। আমাদের লক্ষ্যপূরণ করতে ওকে দলে চাই।

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে খেলতে যাওয়ার আগে পিএসজির ইউটিউব চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি জানিয়েছিলেন, তিনি চ্যাম্পিয়ন্স লিগ না জেতা পর্যন্ত দল ছাড়বেন না। অন্যদিকে নেইমার পিএসজি ছাড়তে পারেন বলে খবর। তিনি এই মৌশুমের পর প্রিমিয়ার লিগের ক্লাবে যোগ দিতে পারেন।

মেসি যেহেতু এখনও পিএসজির সঙ্গে চুক্তি করেননি তাই তার দল ছাড়ার জল্পনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তার বাবা বর্তমানে সৌদি আরবে থাকায় সৌদির ক্লাবে মেসির যাওয়ার সম্ভবনা এখনও রয়েছে। অতীতে আল ইত্তেহাদ মেসিকে বিপুল অঙ্কের প্রস্তাব দিয়েছিল তাদের দলে যোগ দেয়ার জন্য। মেসি যদি সেই প্রস্তাব মেনে নিতেন তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে বেশি বেতন পেতেন তিনি। বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনালদো সবথেকে বেশি বেতন পাওয়া খেলোয়াড়।

উল্লেখ্য, আগামী রোববার (১৯ মার্চ) ফরাসি লিগ ওয়ানের রেনের বিপক্ষে মুখোমুখি হবে পিএসজি। এখন দেখার বিষয় এ ম্যাচে সমর্থকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পান মেসি।