স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। চলতি মৌসুমেই পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। গেল এক যুগ ধরে তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও পাড়ি জমান নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। এই দুই তারকা মুখোমুখি হচ্ছেন আবারও।

গত মৌসুমেও অবশ্য গ্রুপ পর্বে দেখা হয়েছিল মেসি ও রোনালদোর। একজন তখন বার্সেলোনায়, আরেকজন ছিলেন জুভেন্তাসে। তবে তাদের নক আউট পর্বে শেষবার দেখা হয়েছিল ২০১২ সালে। সেবার একক দক্ষতায় নিজ দলকে ফাইনালে তুলেছিলেন মেসি। তখন দুজন খেলতেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায়।

নিজেদের গ্রুপে রানার্স আপ হিসেবে শেষ ষোলোতে এসেছে পিএসজি। ৬ ম্যাচের ৩টিতে জয়, দুটিতে ড্র ও এক ম্যাচে হেরে গেছে তারা। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে উঠে ম্যান ইউ। পিএসজির মতো তারাও ৩টিতে জয়, দুটিতে ড্র ও একটি ম্যাচ হেরে গেছে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এটিই যে সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। সুইজারল্যান্ডের নিয়নে হওয়া ড্রয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী পেয়েছে বায়ার্ন মিউনিখও। তারা লড়বে গত মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৪, ১৫, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। ৭, ৮, ১৪ ও ১৫ মার্চ হবে দ্বিতীয় লেগ।

দেখে নিন কে কার মুখোমুখি

রিয়াল মাদ্রিদ- বেনফিকা

ম্যানচেস্টার সিটি- ভিয়ারিয়াল

বায়ার্ন মিউনিখ -অ্যাটলেটিকো

লিভারপুল -সালজবুর্গ

আয়াক্স- ইন্টার মিলান

জুভেন্টাস- স্পোর্টিং লিসবন

লিল-চেলসি

ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি