স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা ও জুভেন্টাস। বার্সেলোনার প্রতিপক্ষ ফেরেঙ্ক ভারোসি। অন্যদিকে জুভেন্টাসের প্রতিপক্ষ ডায়নামো কিয়েভ। কঠিন প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে পিএসজি। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা ৫৫ মিনিটে জুভেন্টাস ও ১টায় মাঠে নামবে বার্সেলোনা ও পিএসজি।
গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজি-জুভেন্টাস দুই সেরা তারকা নেইমার এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নামতে হতে পারে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে মাঠের বাইরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
অন্যদিকে, নেইমারকে বিশ্রামে রেখেছেন পিএসজি কোচ টমাস টুখেল। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার মাঠে নামার কথা থাকলেও তা এখনো পুরোপুরি নিশ্চিত করেননি কোচ।
ক্রিশ্চিয়ানো রোনালদো করোনা আক্রান্ত হলেও তার মধ্যে কোনো লক্ষণ দেখা যায়নি। তাই ম্যাচের আগে আবারও করোনা টেস্ট করাবেন বলে জানিয়েছেন এই তারকা। রিপোর্টে করোনা নেগেটিভ এলে মাঠে নামবেন বলে জানিয়েছেন রোনালদো। মাঠে নামার জন্য পুরোপুরি ফিট আছেন বলে আগেই জানিয়েছেন সিআর সেভেন। এ ম্যাচে মাঠের বাইরে থাকলেও বার্সেলোনার বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ানো। তার আগেই করোনা থেকে সেরে উঠবেন বলেই বিশ্বাস ফুটবলারের।
ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে সতর্ক বাণী দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। আজ ম্যানচেস্টার ইউাইটেডের হয়ে মাঠে নামবেন পিএসজির সাবেক তারকা এডিনসন কাভানি। পুরোনো ক্লাবের বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলাটা কাভানির জন্য নিশ্চয়ই রোমাঞ্চকর হতে চলেছে।
তবে এ নিয়ে আগেই সতর্ক বার্তা দিয়েছেন এমবাপ্পে। তিনি বলেছেন, ‘কাভানি এখন আমাদের দলের খেলোয়াড় না। প্রতিপক্ষ দলে স্ট্রাইকার কাভানিকে ঠেকাতে আমরা প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘কাভানিকে আমি শুভকামনা জানাই। এটা সত্যিই অন্যরকম এক অনূভূতি।’
অন্য ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ ফেরেঙ্ক ভারোসি। হাঙ্গেরির এ ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। নতুন এ দলের বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে মেসির দল। এ ম্যাচে জয় নিয়ে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে বার্সেলোনা।