Home রকমারি চুরি করতে গিয়ে খিচুড়ি রান্না করছিলো চোর, এরপর…

চুরি করতে গিয়ে খিচুড়ি রান্না করছিলো চোর, এরপর…

অনলাইন ডেস্ক : খিচুড়ি রান্না করা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। শুনে অবাক হচ্ছেন? তবে এই ঘটনা শোনার পর আপনি সত্যিই তাজ্জব বনে যাবেন। চুরি করতে এসে চুরির মাঝপথে খিচুড়ি রান্না করতে বসে পুলিশের হাতে ধরা খেয়েছেন এক চোর। এমনই এক কাণ্ড ঘটেছে ভারতের আসামের গুয়াহাটিতে।

এ নিয়ে গুয়াহাটি পুলিশ টুইটে বলেছেন, এ হলো এক খিচুড়ি চোরের গল্প ! এই খাবার স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। তবে চুরি করতে গিয়ে এমন কাজ করলে ধরা পড়ার ভয় থাকছেই৷ চোর ধরা পড়েছে এবং গুয়াহাটি পুলিশ তাকে এখন গরম খাবার দিচ্ছে।

দেশটির দ্য হিন্দু পত্রিকার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গুয়াহাটির হেঙ্গেরাবাড়ি এলাকায় ওই চোর এক বাড়িতে চুরি করতে ঢুকে। সে সময় ওই বাড়ির মালিক বাড়িতে ছিলেন না। ওই চোর বাড়িতে ঢুকে চুরির মাঝপথে রান্নাঘরে খিচুড়ি রান্না করতে বসে। আর এতে টের পেয়ে যায় প্রতিবেশীরা। তারাই ওই চোরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

Exit mobile version