Home আন্তর্জাতিক চীনে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ২১ জনের মৃত্যু, রেড এলার্ট জারি

চীনে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ২১ জনের মৃত্যু, রেড এলার্ট জারি

FILE PHOTO: A man sits on a stranded vehicle on a flooded road following heavy rainfall in Zhengzhou, Henan province, China July 22, 2021. REUTERS/Aly Song/File Photo

অনলাইন ডেস্ক : কিছুদিন আগে ভয়াবহ বন্যার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে চীন। দেশটির হুবেই প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে বন্যা। ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এক বিবৃতিতে হুবেই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানায়, প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধস দেখা দিয়েছে। যার কারণে ধসে পড়েছে শত শত বাড়িঘর। হতাহতের ঝুঁকি এড়াতে প্রায় ৬ হাজার বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে । বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রদেশটির বিভিন্ন অঞ্চল। যার কারণে ঝুকিপূর্ণ এলাকায় রেড এলার্ট জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার থেকেই বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো ৪ জন নিখোঁজ রয়েছে।

বন্যার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রদেশটির ইচেং শহরে বন্যার পানি প্রায় কোমরসমান উচ্চতায় অবস্থান করছে। শহরের বাসিন্দাদের সেই পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। বিপদগ্রস্থ লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকারীরা। এছাড়া গতকাল বৃহস্পতিবার শহরটিতে ৪৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

গত ২০-৩০ বছরের মধ্যে এমন বৃষ্টিপাত দেখেননি বলে উল্লেখ করে হুবেই প্রদেশের সুইঝৌ শহরের এক বাসিন্দা বলেন, ‘বৃষ্টিপাতের ফলে গতকাল পানির উচ্চতা প্রায় ২ থেকে ৩ মিটার বৃদ্ধি পেয়েছে। আমার প্রতিবেশীর বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।’

চীনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে বন্যাকবলিত এলাকাগুলোয় উদ্ধারকাজ চালাতে ফায়ার ফাইটার কর্মী ছাড়াও পুলিশ ও সেনাসদস্যদের পাঠানো হয়েছে। এ বৃষ্টিপাত আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা করছে চীনের আবহাওয়া দপ্তর।

এর আগে গত মাসে দেশটির হেনান প্রদেশে মাত্র তিন দিনে এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়। ওই সময়ে সৃষ্ট বন্যায় মৃত্যু হয় ৩০০ জনের বেশি মানুষের। এ ছাড়া ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে গত সপ্তাহেই সিচুয়ান প্রদেশ থেকে ১ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

 

Exit mobile version