Home আন্তর্জাতিক চীনে দুর্নীতির অভিযোগে দুর্নীতিবিরোধী কর্মকর্তা গ্রেপ্তার

চীনে দুর্নীতির অভিযোগে দুর্নীতিবিরোধী কর্মকর্তা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে দুর্নীতিবিরোধী সাব্কে সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে চীন। দেশজুড়ে পরিচালিত দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ওই কর্মকর্তার নাম লি গ্যাং। এর আগে, তিনি চীনা কমিউনিস্ট পার্টির সংগঠন বিভাগের শৃঙ্খলা তদারকি ও নজরদারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এই বিভাগ মূলত মানবসম্পদ শাখার মতো কাজ করে এবং পার্টির সদস্যদের দায়িত্ব বণ্টন করে।

সম্প্রতি দুর্নীতির অভিযোগে বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে চীন। গত বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নর, উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তা ও দেশটির সবচেয়ে বড় তেল ও গ্যাস কোম্পানির সাবেক এক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে সরকার।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতিকে কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন। গত জানুয়ারিতে দেশের দুর্নীতিবিরোধী সংস্থার এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, চীনে দুর্নীতি এখনও ব্যাপক এবং এর মাত্রা আরও বাড়ছে।

সূত্র: রয়টার্স।

Exit mobile version