Home আন্তর্জাতিক চীনে আমদানি করা স্কুইডের প্যাকেটে করোনা ভাইরাস

চীনে আমদানি করা স্কুইডের প্যাকেটে করোনা ভাইরাস

অনলাইন ডেস্ক : চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের কর্তৃপক্ষ আমদানি করা স্কুইডের প্যাকেটে নতুন করোনা ভাইরাসের অস্তিত্ব পেয়েছে। রবিবার প্রদেশটির ফুয়ু নগরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটি জানিয়ে এসব প্যাকেট যদি কেউ কিনে থাকে, তবে তাদের নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছে।

২৪ থেকে ৩১ অগাস্টের মধ্যে যারা সি-ফুডের পাইকারি দোকান সানজিয়া দিদা থেকে আমদানি করা স্কুইড কিনে খেয়েছে, তাদের এলাকার কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে কোভিড পরীক্ষা করানোর ব্যবস্থা নিতে বলতে বলেছে নগর স্বাস্থ্য দপ্তর। ফুয়ু নগরের স্বাস্থ্য দপ্তর নিজেদের দাপ্তরিক উইচ্যাট একাউন্টে বলেছে, চালানগুলোর মধ্যে একটি প্রাদেশিক রাজধানী চাংচুন হয়ে ফুয়ু শহরে এসেছে।

চাংচুনের কোভিড-১৯ প্রতিরোধ দপ্তর জানিয়েছে, ওয়ানচুয়ান শহরের একটি কোম্পানি স্কুইডগুলো রাশিয়া থেকে আমদানি করে প্রাদেশিক রাজধানীতে নিয়ে এসেছিল। শুক্রবার চীনের শুল্ক বিভাগ বলেছে, যদি হিমায়িত খাদ্যপণ্যে করোনা ভাইরাস পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো থেকে আমদানি এক সপ্তাহের জন্য আর যদি কোনো সরবরাহকারীর পণ্য পরীক্ষায় তৃতীয়বারের মতো বা তারও বেশিবার ফল পজিটিভ আসে, তাহলে আমদানি এক মাসের জন্য স্থগিত রাখবে তারা। গত বছরের শেষ দিকে চীনের উহান শহর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বময় ছড়িয়ে প্রাণঘাতী মহামারির রূপ নিয়েছে। এই ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এ বিশ্ব জুড়ে সংক্রমণ ৩ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ৯ লাখ ৬০ হাজারেরও বেশি লোকের। রয়টার্স

Exit mobile version