অনলাইন ডেস্ক : চীনের ২৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে সীমানা সম্প্রসারণে চীন সরকারকে সহায়তা করায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এই প্রথম দক্ষিণ চীন সাগর ইস্যুতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। খবর সিএনএনের
বুধবার মার্কিন বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানিগুলো চীনা সামরিক বাহিনীকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে সীমানা বিস্তারে সহায়তা করছে। এজন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। নিষেধাজ্ঞার কারণে আমেরিকার কোম্পানিগুলো এসব চীনা কোম্পানির সঙ্গে বিশেষ অনুমতি ছাড়া পণ্য বা প্রযুক্তি কেনাবেচা করতে পারবে না।
বিবৃতিতে আরো জানানো হয়, যুক্তরাষ্ট্র এই কাজের সঙ্গে জড়িত কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা দেবে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। তারা ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
চীনের নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা: চীন নতুন দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ ধ্বংসকারী হিসেবে পরিচিত। দক্ষিণ চীন সাগরে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। এ ঘটনাকে সামরিক বিশেষজ্ঞরা আমেরিকার জন্য পরিষ্কার হুঁশিয়ারি সংকেত হিসেবে মন্তব্য করেছেন।
দক্ষিণ চীন সাগরসহ নানা ইস্যুতে যখন আমেরিকার সঙ্গে চীনের প্রচণ্ড দ্বন্দ্ব চলছে, তখন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো।