Home আন্তর্জাতিক চীনের বিরুদ্ধে বলার পর বিজ্ঞানীর টুইটার অ্যাকাউন্ট গায়েব

চীনের বিরুদ্ধে বলার পর বিজ্ঞানীর টুইটার অ্যাকাউন্ট গায়েব

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস চীনের উহানের সরকারি গবেষণাগারে তৈরি হয়েছে বলে দেশটির বিরুদ্ধে সরাসরি আঙুল তোলা জীবাণু বিশেষজ্ঞ লি-মেং ইয়ানের টুইটার অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।

জানা গেছে, এর আগেও বেইজিংকে দোষারোপ করে ইয়ানের করা একাধিক টুইটে ‘কমিউনিটি রুল ভায়োলেশনের’ নোটিশ পাঠিয়েছিল টুইটার। তার অ্যাকাউন্ট বাতিল করা নিয়ে অবশ্য এখনো মুখ খোলেনি টুইটার কর্তৃপক্ষ।

এক সময় হংকংয়ের স্কুল অব পাবলিক হেলথে সংক্রামক রোগ নিয়ে কাজ করা এই তরুণী বিজ্ঞানীর দাবি, প্রাণের ভয়ে সম্প্রতি তিনি পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন।

সপ্তাহখানেক আগে ব্রিটিশ একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ান দাবি করেন, উহানের ল্যাবে করোনাভাইরাস তৈরির ব্যাপারে সব ধরনের প্রমাণ তার কাছে আছে। বেইজিং তা জানতে পেরে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

এদিকে ইয়ানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে এরই মধ্যে তা খারিজ করে দিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন, হংকং বিশ্ববিদ্যালয়, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

তার বিরুদ্ধে একাধিকবার করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছে টুইটার। যদিও তাদের পক্ষ থেকে বিজ্ঞানীর অ্যাকাউন্ট সাসপেন্ড করার সিদ্ধান্ত বেইজিংয়ের চাপেই বলে মনে করছেন অনেকে।

সূত্র : দ্য ইনডিপেনডেন্ট, জি নিউজ

Exit mobile version