Home আন্তর্জাতিক চীনের জলবায়ু পরিবর্তন ‘মানবজাতির জন্য হুমকিস্বরুপ’: জন কেরি

চীনের জলবায়ু পরিবর্তন ‘মানবজাতির জন্য হুমকিস্বরুপ’: জন কেরি

অনলাইন ডেস্ক : মার্কিন জলবায়ু বিষয়ক দূত জন কেরি বলেছেন, বৈশ্বিক উষ্ণতা ‘সমস্ত মানবজাতির জন্য হুমকিস্বরুপ’ এবং এটি নিরসনে ‘বৈশ্বিক নেতৃত্ব’ প্রয়োজন। মঙ্গলবার বেইজিংয়ে চীনা কর্মকর্তাদের সাথে সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন।

জন কেরি বলেন, আপনারা জানেন, জলবায়ু কোনো দ্বিপাক্ষিক সমস্যা নয় বরং এটি একটি বৈশ্বিক সমস্যা। এটি ‘সমগ্র মানবজাতির জন্য হুমকি’।

কেরি, চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই-কে ‘বৈশ্বিক নেতৃত্বের বিষয়ে’ জোর দিয়ে এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘আমরা খুব আশাবাদী যে জলবায়ু নিয়ে আপনার, আমার এবং আমাদের মধ্যে এটি কেবল একটি কথোপকথনের সূচনা নয় বরং এটির মাধ্যমে আমরা বৃহত্তর সম্পর্ক পরিবর্তনের শুরুটা করতে পারি। বিশ্ব এটির জন্য সত্যিই আশাবাদী এবং এর প্রয়োজনীয়তাও অনেক।

চীন-মার্কিন সম্পর্ক আরও বিস্তৃত করার ব্যাপারে কেরি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ‘এই সম্পর্কটি স্থিতিশীল করতে এবং সম্মিলিত প্রচেষ্টা চালাতে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ, যা বিশ্বে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসতে পারে। সূত্র: আল আরাবিয়া

Exit mobile version