Home আন্তর্জাতিক চীনকে জবাব দিতে ব্রহ্মপুত্রে ভারতের ‘প্রকল্প’

চীনকে জবাব দিতে ব্রহ্মপুত্রে ভারতের ‘প্রকল্প’

অনলাইন ডেস্ক : চীনকে পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারত। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের ওপর ১০ গিগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা করছে তারা।

এর আগে চীন জানায়, তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণ করে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন করবে । এতে করে পানি সংকট ও বন্যায় ভুগতে পারে ভারত।

চীনের এমন ঘোষণার পরই ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, চীনা প্রকল্পের ফলে দেশের একটা অংশে বন্যার সমস্যা দেখা দিতে পারে।

এরই প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিএস মেহরা জানান, চীনের বাঁধ নির্মাণের ফলে যে প্রভাব পড়বে তার সঙ্গে লড়াই করার জন্যই অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ বানানো প্রয়োজন। এনিয়ে কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ে এই নিয়ে এখন আলোচনা চলছে।

এদিকে লাদাখ ও নানা ইস্যুতে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক তলানীতে ঠেকেছে। নতুন করে ব্রহ্মপুত্রে সমস্যা দেশ দুইটির মধ্যে উত্তেজনা আরো বাড়াতে পারে।

Exit mobile version