অনলাইন ডেস্ক : বাংলা টেলিভিশন কানাডার প্রাযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য “চিত্রাঙ্গদা” নির্মিত হয়েছে। টরন্টোর অ্যালবার্ট ক্যাম্পবেল পাবলিক লাইব্রেরী অডিটরিয়ামে আসছে ২৯ জুলাই, ২০২৩ চিত্রাঙ্গদার উদ্বোধনী ভিডিও প্রদর্শিত হবে। আগ্রহীরা ৪১৬-৮৭৯-৭১৪১ নম্বরে ফোন করে আসন সংরক্ষণ করতে পারেন।
“চিত্রাঙ্গদা” নির্মাণে আমরা যাদের কাছে কৃতজ্ঞ :
চিত্রাঙ্গদার সখীদের ভ‚মিকায় পর্দায় এসেছেন শিবানী মিত্রা, দেবিকা বোস, ঈশানী মিত্রা ও জয়ীতা পাল। সখীদের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সুনন্দা মুখার্জী, সুমিতা সিনহা মজুমদার, ইলোরা বড়ুয়া এবং মোনালিসা চক্রবর্তী।
এ প্রকল্পের সঙ্গীতধারণ, সংযোজন ও অডিও-সম্পাদনা করেছেন সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল। সংগীত পূনঃধারণ করেছেন শুভ্র ব্যানার্জী ও অনির্বাণ বিশ্বাস। সজীব চৌধুরী সার্বিক ব্যবস্থাপনা দেখেছেন, স্টীল ছবি তুলেছেন ও তাল-বাদ্যযন্ত্রগুলো বাজিয়েছেন। চিত্রাঙ্গদার শিল্প নির্দেশনা দিয়েছেন চিত্রশিল্পী নুরুন্নাহার সুপ্তি। কলকাতার “সরকার ইলেক্ট্রনিক মিডিয়া” মিউজিক ট্র্যাক তৈরী করেছে। সুটিং লোকেশনে ভিডিও চিত্রধারণ করেছেন নুরুন্নাহার সুপ্তি, স্নিগ্ধা চৌধুরী ও অমৃতা রায়। ভিডিও সম্পাদনা ও টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে লাভা প্রডাকশন।
নৃত্যনাট্য চিত্রাঙ্গদা’র ধারাভাষ্যে কণ্ঠ দিয়েছেন সাজ্জাদ আলী ও পূজাপাল চৌধুরী। গ্রামবাসীদের ভ‚মিকায় পর্দায় দেখা যাবে শিবানী মিত্রা, দেবিকা বোস, ঈশানী মিত্রা ও জয়ীতা পালকে। গ্রামবাসীদের গানে কণ্ঠ দিয়েছেন দোলন তালুকদার, অনন্ত নির্ঝর বড়–য়া ও চন্দন পাল। অনঙ্গদেবের ভ‚মিকায় আছেন শায়ানী ভট্টাচার্য। অনঙ্গদেবের গানগুলো গেয়েছেন সুভাষ দাশ। নবরূপা চিত্রাঙ্গদার ভ‚মিকায় নৃত্য করেছেন বহ্নি বিশ্বাস। তার গানে কণ্ঠ দিয়েছেন অর্পিতা বড়ুয়া। চিত্রাঙ্গদার ভ‚মিকায় দেখা যাবে মধুমন্তি মজুমদারকে। চিত্রাঙ্গদার গানগুলো গেয়েছেন স্নিগ্ধা চৌধুরী।
অর্জুনের ভ‚মিকায় নৃত্যাভিনয় করেছেন রেশমী মিশ্রা। চন্দন পাল অর্জুনের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন। তাছাড়াও চন্দন সঙ্গীত ব্যবস্থাপনা, সুটিং সমন্বয়, শিল্পী নির্বাচনের মতো গুরুদায়িত্বগুলো পালন করেছেন। চিত্রাঙ্গদা প্রকল্পের ভাবনা বিন্যাস ও বাস্তবায়ন করেছেন সাজ্জাদ আলী। বাংলা টেলিভিশন কানাডা শীঘ্রই টেলিভিশনে, ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় চিত্রাঙ্গদা প্রদর্শনের উদ্যোগ নেবে। প্রেস বিজ্ঞপ্তি।