Home আন্তর্জাতিক চিঠি লিখে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন জেলেনস্কি

চিঠি লিখে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক : হোয়াইট হাউসে তর্কাতর্কির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমা চেয়ে জেলেনস্কির চিঠি লেখার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’কে উইটকফ জানান ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন জেলেনস্কি। উইটকফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে জেলেনস্কি চিঠি পাঠিয়েছেন। ওভাল অফিসের গোটা ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিনিধি দল, ইউক্রেইন এবং ইউরোপীয়দের মধ্যে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পও গত মঙ্গলবার কংগ্রেসে ইউনিয়ন অব দ্য নেশনসের ভাষণের সময় জেলেনস্কির চিঠি পাওয়ার কথা বলেছিলেন। তবে তাতে ক্ষমা চাওয়ার কোনও কথা ছিল কিনা তা জানাননি তিনি।

বিশেষ মার্কিন দূত উইটকফ ক্ষমা ও চিঠির কথা বললেও জেলেনস্কি আসলে তাতে কি লিখেছেন, সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেননি।

Exit mobile version