Home কানাডা খবর চিটাগাং এসোসিয়েশন অব কানাডা ইনক-এর বিশ্বজুড়ে বিজয়ের ৫০ বছর, মাইলফলক…

চিটাগাং এসোসিয়েশন অব কানাডা ইনক-এর বিশ্বজুড়ে বিজয়ের ৫০ বছর, মাইলফলক…

মোশাররফ হোসেন : বিন্দু থেকে বৃত্ত। বিশ্বজুড়ে ‘বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর’ আনন্দ উৎসব পালন করে এক মাইফলক স্থাপন করেছে চিটাগাং এসোসিয়েশন অব কানাডা ইনক।

টরন্টোর ড্যানফোর্থে আইপি ওয়ার্ল্ড লাইভ ও ইউটিউবে সংযোগ দিয়ে ৪ ঘন্টাব্যাপী ভার্চুয়াল এ আনন্দ উৎসবে যোগ দেন বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসকারী চট্টগ্রামবাসী ও দেশি-বিদেশী গণ্যমান্য মন্ত্রী, নোবেল জয়ী, এমপি, কুটনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কবি, শিল্পী, সাহিত্যিক, নাট্যজন, আবৃত্তিকারসহ অনেকে। করোনাকে জয় করে এ আনন্দ উৎসব শনিবার কানাডা সময় সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিবু চৌধুরি। এ উৎসবে বক্তারা মহান বিজয় দিবসের ৫০তম বছরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, মুক্তিযুদ্ধে শহীদ, ৩০ লক্ষ মানুষের আত্মদান, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত বাংলাদেশের বিজয়কে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সভায় তারা বাংলাদেশের মর্যাদা রক্ষা করে লালসবুজ পতাকা বিশ্বজুড়ে ওড়ানো ও ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য চট্টগ্রামবাসীসহ সকলকে আহ্বান জানান। সর্বোপরি আগামীতে চট্টগ্রামবাসীদের নিয়ে বিশ্বযাত্রা কর্মসূচিকে এগিয়ে নেবার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা.. ও কানাডার জাতীয় সংগীত বাজিয়ে আনন্দ উৎসবের সূচন করা হয়। এরপর কইলজার ভেতর চট্টগ্রাম ঐতিহাসিক চিত্রের মাধ্যমে মাস্টার দা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদেদ্দার, কাজেম আলী মাস্টার, মাহবুবুল আলম, এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরিসহ চট্টগ্রামের কৃতি সন্তানদের তুলে ধরা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নোবেল জয়ী ড: মুহাম্মদ ইউনুস শুভেচ্ছা বার্তা দিয়েছেন।


অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, কানাডার ফেডারেল মন্ত্রী বিল ব্লেয়ার, এমপি ন্যাথানিয়েল এরিস্কিন স্মিথ, বাংলাদেশের রাষ্ট্রদূত ড: খলিলুর রহমান, এমপিপি ডলি বেগম, একুশে পদক প্রাপ্ত কবি আসাদ চৌধুরি, বিজিএমইএ সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরি, মুক্তিযোদ্ধা মঈন আহসান, চিটাগাং এসোসিয়েশন অব কানাডা ইনক উপদেষ্টা নাসির উদ দোজা, সাংবাদিক নতুনদেশ ডট কম প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, বাংলা মেইল সম্পাদক ও এনআরবি টেলিভিশন সিইও শহীদুল ইসলাম মিন্টু, অনলাইন নিউজ পোর্টাল দূরবীন ২৪ ডট কম সম্পাদক ও প্রকাশক মো: মোশাররফ হোসেন, ক্লাইমেট টিভি চ্যানেল সিইও, সনজয় চাকি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ হোসেন, ইকবাল করিম হাসনু, চিটাগাং এসোসিয়েশন অব কানাডা ইনক ট্রাস্টি মোহাম্মদ সোলাায়মান, যুক্তরাজ্য চট্টগ্রাম সমিতির ট্রাস্টি বোর্ডর চেয়ারম্যান ও সাবেক সভাপতি ব্যারিস্টার মনোয়ার আহমেদ, অস্ট্রেলিয়ার বৃহত্তর চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন ইফতু, চট্টগ্রাম সমিতি ঢাকা সহ সভাপতি মো: পিয়াসউদ্দিন খান, সভাপতি ওমান, মোহাম্মদ ইয়াসিন চৌধুরি, সহ সভাপতি, প্রকৌশলী আশরাফুর রহমান, সভাপতি কাতার, মোহাম্মদ মোস্তফা কামাল, কুয়েত সভাপতি জাফর আহমেদ চৌধুরি, চিটাগাং এসোসিয়েশন অব কানাডা, পরিচালক কফিলউদ্দিন পারভেজ, শাহাব সিদ্দিকী বুলবুল, সরওয়ার জামাল, সমর পাল, সনৎ বড়–য়া, সাধারণ সম্পাদক সৈয়দ শওকত মাহমুদ, জসিমউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান- মুক্তিযোদ্ধা পরিবার প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পদ্মশ্রী পদক প্রাপ্ত বাউল ও ১৪০টি দেশে গান গাওয়া ৯০ বছর বয়স্ক শিল্পী পূর্ণদাস বাউল (চট্টগ্রাম), দেশ বরেণ্য শিল্পী তপন চৌধুরি, রবি চৌধুরি, তারেক তূর্য, জলি দাস (যুক্তরাষ্ট্র), মুক্তা দাশ। কবি শামসুর রহমানের ‘স্বাধীনতা’ কবিতা আবৃাত্তি করেন আহমেদ হোসেন ও মুনিরা সুলতানা মিলি।

অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন সব্যসাচী চক্রবর্র্ত্তী। অনুষ্ঠান জুড়ে পূর্নদাস বাউল এর ‘গোলেমালে, গোলেমালে, পিরিত কইরো না, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদীতটে, তপন চৌধুরি আমার গানের অন্তরে, আমার বাংলাদেশটা, রবি চৌধুরি ‘কোন কারণে, ভালোবাসার, মন ন দিলা, তারেক তূর্য, মন শুধু , মন ছুঁয়েছে… গান গেয়ে বাজিমাৎ করেন। যা সকলের রিদয় ছুঁয়ে যায়। [অনুষ্ঠানের আরো ছবি আগামী সংখ্যায় প্রকাশিত হবে]

Exit mobile version