অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্কের পদক্ষেপে দেশটির ৯ হাজার ৫০০ জন সরকারি কর্মী চাকরি হারিয়েছেন। খবর রয়টার্স

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত চাকরিচ্যুত এ কর্মীদের মধ্যে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ভূমি ব্যবস্থাপনা থেকে শুরু করে সামরিক ভেটেরানদের দেখভালের দায়িত্বে থাকা অনেকেই আছেন।

যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের বেশিরভাগ স্বরাষ্ট্র, জ্বালানি, ভেটেরান সংক্রান্ত, কৃষি, স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ে শিক্ষানবীস হিসেবে কাজ করত। এছাড়া অনেকে ছিলেন যাদের চাকরির মেয়াদ এক বছরও পার হয়নি।

চাকরিচ্যুতির পাশাপাশি ট্রাম্প প্রশাসনের প্রস্তাব মেনে আর্থিক সুবিধা নিয়ে প্রায় ৭৫ হাজার কর্মী এর মধ্যে স্বেচ্ছায় চাকরি ছাড়ারও ঘোষণা দিয়েছেন। এই সংখ্যা যুক্তরাষ্ট্র সরকারের অধীনে কাজ করা ২৩ লাখ বেসরকারি কর্মীর প্রায় ৩ শতাংশ।

এদিকে ট্রাম্প আর মাস্ক যে গতিতে এগোচ্ছেন তা নিয়ে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি উইলিসসহ প্রেসিডেন্টের অনেক সহযোগী হতাশাও ব্যক্ত করেছেন বলে একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে।

কর্মীর সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি ট্রাম্প ও মাস্ক দীর্ঘদিন ধরে কাজ করা কর্মীদের চাকরিজনিত নানান সুরক্ষা বন্ধেরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা এরই মধ্যে বিদেশে বেশিরভাগ সহায়তা স্থগিত করেছেন, ইউএসএআইডি, কনজুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরো- সিএফপিবিসহ বেশ কয়েকটি সংস্থা বন্ধও করে দিতে চাইছেন।