Home ইসলাম ও ধর্ম চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রোজা শুরু ২৩ মার্চ

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রোজা শুরু ২৩ মার্চ

অনলাইন ডেস্ক : সৌদি আরবে আজ মঙ্গলবার চাঁদ দেখা যায়নি বলে দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এর ফলে বুধবার (২২ মার্চ) শাবান মাসের শেষ দিন হবে এবং পরদিন বৃহস্পতিবার থেকে পবিত্র মাস শুরু হবে। খালজি টাইমস ও গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সৌদি সুপ্রিম কোর্ট খালি চোখে বা বাইনোকুলারের মাধ্যমে চাঁদ দেখার বিষয়ে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছিল।

যদিও চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আবারও বৈঠকে বসবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি।

অপরদিকে, সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে। আগামী ২২ মার্চ হবে শাবান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে ১.৯ বিলিয়নেরও বেশি মুসলিম তাদের পবিত্র মাসটি উদযাপন করবে। এই সময় তারা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থাকবে।

Exit mobile version