Home আইটি বিশ্ব চলতি মাসেই বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ

চলতি মাসেই বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ

অনলাইন ডেস্ক : চলতি মাসেই হবে বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ। ২০২৫ সালে দুটি আংশিক সূর্যগ্রহণ হবার কথা রয়েছে। এর মধ্যে প্রথম আংশিক সূর্যগ্রহণ হবে চলতি মাসেই, ২৯ মার্চ। তবে এর আগেই ১৪ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দগ্রহণ। তখন চাঁদটি একটি আকর্ষণীয় লালচে রঙ ধারণ করবে যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

এই সূর্যগ্রহণ দেখা যাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক ও আর্কটিক মহাসাগর, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে। উত্তর আমেরিকায় এটি সূর্যোদয়ের সময় অনুষ্ঠিত হবে, ফলে এখান থেকে সবচেয়ে ভালো ভাবে এটি দেখা যাবে। গ্রহণটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৫০ মিনিটে শুরু হবে। গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত হবে। পুরো ঘটনাটি আনুমানিক চার ঘণ্টা স্থায়ী হবে তবে বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না।

চন্দ্রগ্রহণটি আগামী ১৪ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯ টা ৫৯ মিনিটে শুরু হবে এবং বিকাল ৩ টা ৫৯ মিনিটে শেষ হবে। ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আফ্রিকার কিছু অংশ, এশিয়ার কিছু অংশ এবং দক্ষিণ ও উত্তর মেরুতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে চন্দ্রগ্রহণটিও দেখা যাবে না।

২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২১ সেপ্টেম্বরে। দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে, পেসিফিক, আন্টার্টিকার আকাশে, এছাড়াও তা দেখা যাবে অস্ট্রেলিয়া ও আন্টার্টিকার আকাশে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইম এন্ড ডেট, ইউএস টুডে

Exit mobile version