Home আন্তর্জাতিক চলতি বছর যুক্তরাষ্ট্রে কাজের ভিসা পাবেন না বিদেশিরা

চলতি বছর যুক্তরাষ্ট্রে কাজের ভিসা পাবেন না বিদেশিরা

অনলাইন ডেস্ক : চলতি বছরের শেষ পর্যন্ত বিদেশিদের কাজের ভিসার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর ফলে ৫ লাখ ২৫ হাজার বিদেশি দেশটিতে চাকরি পাওয়া থেকে বঞ্চিত হবেন। সোমবার হোয়াইট হাউজের একজন কর্মকর্তা এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। খবর ডয়চেভেলের

দক্ষ কর্মীদের জন্য দেওয়া এইচ-১, শ্রমিকদের জন্য এল-১, গবেষণা ও শিক্ষায় নিযুক্তদের জে-ভিসা এবং মৌসুমি কর্মীদের এইচ-২ ভিসাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। তবে খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ কয়েকটি শিল্পের মৌসুমি কর্মীদের ভিসা এই শ্রেণির বাইরে রাখা হচ্ছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে এখন যারা বৈধ ভিসায় রয়েছেন তারাও সমস্যায় পড়বেন না।

গণমাধ্যমের কর্মীদের কাছে নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মহামারি পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকানদের যত দ্রুত সম্ভব কাজে ফেরাতে মনোযোগী, বলেন তিনি। হোয়াইট হাউজের হিসাবে নতুন সিদ্ধান্তে দেশটির নাগরিকদের জন্য ৫ লাখ ২৫ হাজার চাকরি খালি হবে। পাশাপাশি বিদেশিদের স্থায়ী নাগরিকত্বের নিয়মেও সংশোধন আসতে পারে বলে জানা গেছে।

সমালোচকরা বলছেন, অভিবাসনে রাশ টানতে করোনা মহামারিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীল শিল্পসংশ্লিষ্টরা বহুদিন ধরে ট্রাম্পের এমন অভিবাসন নীতির বিরোধিতা করে আসছে। নতুন নীতির কারণে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সও।

Exit mobile version