Home আন্তর্জাতিক চন্দ্রযান-৩-এর অবতরণ স্থলকে ‘শিবশক্তি’ নাম দিলেন মোদি

চন্দ্রযান-৩-এর অবতরণ স্থলকে ‘শিবশক্তি’ নাম দিলেন মোদি

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরণ স্থলের নাম দিয়েছেন ‘শিবশক্তি’। শনিবার এ তথ্য দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

গ্রিস থেকে ফিরেই শনিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যান দেশটির প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘ল্যান্ডার বিক্রমের অবতরণ স্থলের নাম হবে শিবশক্তি।’

চন্দ্রযান–৩-এর সাফল্যে বেঙ্গালুরুতে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান মোদি। ঐতিহাসিক ২৩ আগস্টকে অমর করে রাখতে দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন তিনি।

পাশাপাশি, ২০১৯ সালে চন্দ্রযান–২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সে জায়গারও নামকরণ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি সে স্থানের নাম দেন ‘তেরঙা’। এরপরই মোদি বলেন, ‘‌শিবশক্তি পয়েন্ট আমাদের অনুপ্রেরণা দেবে। তেরঙা পয়েন্ট দেবে শিক্ষা।’‌

ইসরোয় গিয়ে বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘‌ইসরোর বিজ্ঞানীদের ধৈর্য্য, পরিশ্রম দেশকে যে উচ্চতায় নিয়ে গেছে, তা সাধারণ নয়। ভারতীয় বিজ্ঞানের অগ্রগতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘‌ভারত চাঁদে পৌঁছে গেছে। ইসরো দেশকে গর্বিত করেছে। আমরা চাঁদের যে জায়গায় পৌঁছেছি, সেখানে আগে কেউ পৌঁছায়নি। সারা বিশ্ব ভারতীয় প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রশংসা করছে।

নরেন্দ্র মোদি বলেন, চন্দ্রযান–৩ মানবতার সাফল্য। এই অভিযান দেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন রাস্তা খুলে দেবে। পৃথিবীর সমস্যা সমাধানের কাজও করবে। ইসরোর সব বিজ্ঞানী, কৌশলী এবং চন্দ্রযান–৩-এর সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি।’‌

প্রসঙ্গত, শনিবার সকালেই বেঙ্গালুরু বিমানবন্দরে নামেন মোদি। বিমানবন্দরের বাইরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি। এরপরই সোজা চলে যান ইসরোর কার্যালয়ে।

সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

Exit mobile version