Home আন্তর্জাতিক ঘরে ফেরা লেবানিজদের ওপর ইসরায়েলি সেনাদের গুলি, নিহত ২২

ঘরে ফেরা লেবানিজদের ওপর ইসরায়েলি সেনাদের গুলি, নিহত ২২

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতির খবরে লেবাননের দক্ষিণাঞ্চলে ঘরে ফেরা মানুষদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ সময় ২২ জন নিহত ও ১২৪ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির শর্তানুযায়ী রবিবার (২৬ জানুয়ারি) ভোররাতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের সময়সীমা পার হয়ে যায়। লেবানন যুদ্ধবিরতির শর্ত এখনো পুরোপুরি বাস্তবায়ন করেনি, এমন অভিযোগ করে নিজ সেনাদের দক্ষিণ লেবাননে রেখে দেয় ইসরায়েল।

সেখানে থাকা ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নিজেদের এলাকায় না ফেরার নির্দেশ দেয়।

কিন্তু রবিবার সকালে তাদের আদেশ উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করে স্থানীয় বাস্তুচ্যুত বেসামরিক লেবানিজরা। এ সময় তাদের লক্ষ্য করেই গুলি করতে থাকে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলের অভিযোগ, দক্ষিণ লেবাননকে হিজবুল্লাহর অস্ত্র মুক্ত করে সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করার কথা থাকলেও সেটি পুরোপুরি বাস্তবায়ন করেনি দেশটির সরকার।

অন্যদিকে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহারে গড়িমসি করছে বলে পাল্টা অভিযোগ করেছে লেবাননের যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক বাহিনী। তারা জানায়, ইসরায়েলি বাহিনীর গুলিতে তাদের এক সেনাও নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বেসামরিক জনতার ওপর ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত ও ১২৪ জন আহত হয়েছে। হামলার শিকার লোকজন শহরগুলোতে ফেরার চেষ্টা করছিল।

Exit mobile version