Home আন্তর্জাতিক গাজায় সর্বাত্মক অবরোধ; বন্ধ বিদ্যুৎ-খাবার-জ্বালানি সরবরাহ

গাজায় সর্বাত্মক অবরোধ; বন্ধ বিদ্যুৎ-খাবার-জ্বালানি সরবরাহ

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার একদিন পর সোমবার (৯ অক্টোবর) গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট আজ সোমবার এই ঘোষণা দেন।তেলআবিবের প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করছেন প্রতিরক্ষামন্ত্রী। এর মধ্যে তিনি বলেছেন, ‘আমি গাজা উপত্যকা সম্পূর্ণরূপে অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার, গ্যাস–সেখানে সব কিছুর সরবরাহ বন্ধ থাকবে। আমরা ভয়ঙ্কর পশুদের সঙ্গে লড়াই করছি এবং আমাদের সেভাবেই পদক্ষেপ নিতে হবে।’ খবর বিবিসি।

গাজা উপত্যকার দৈর্ঘ্য ৪১ কিলোমিটার এবং এটি ১০ কিলোমিটার প্রশস্ত। সীমান্তের বড় অংশ রয়েছে ইসরায়েলের সঙ্গে, বাকিটা মিশরের সঙ্গে। প্রায় ২২ লাখ মানুষের বসবাস রয়েছে এখানে, যাতে এটা হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার একটি।

পাল্টাপাল্টি সংর্ঘষের দ্বিতীয় দিনে রোববার সন্ধ্যায় ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমোদন দেয়, যাতে দেশটি সর্বাত্মক যুদ্ধে যেতে পারবে।

যুদ্ধের অনুমোদনের পরপরই গাজায় সামরিক হামলা আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যাকা গুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দেন। তখন থেকে ধারণা করা হচ্ছে ইসরায়েল যেকোন সময় পদাতিক বাহিনী দিয়েও যুদ্ধে অংশ নেবেন।

শনিবার (৭ অক্টোবর) হামাস যোদ্ধারা ইহুদি ধর্মাবলম্বীদের গানের অনুষ্ঠানকে লক্ষ্য করে সশস্ত্র হামলা চালায়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা ইসরায়েলের সুপারনোভা সংগীত উৎসব স্থলে আড়াই শতাধিক মানুষের মৃতদেহ পেয়েছেন।

 

Exit mobile version