Home আন্তর্জাতিক গাজায় পরমাণু বোমা ফেলতে চাইলেন ইসরায়েলি মন্ত্রী!

গাজায় পরমাণু বোমা ফেলতে চাইলেন ইসরায়েলি মন্ত্রী!

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলা হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি এক মন্ত্রী। দেশটির ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিহাই ইলিয়াহু বলেছেন, গাজায় পারমাণবিক বোমা ফেলা হতে পারে। সেক্ষেত্রে সব বেসামরিকদের আয়ারল্যান্ড কিংবা মরুভূমিতে সরিয়ে নেওয়া হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই মন্তব্যের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইলিয়াহু। ইতোমধ্যে তাকে মন্ত্রিপরিষদ থেকে বরখাস্ত করা হয়েছে। কোনো সরকারি বৈঠকে তিনি থাকতে পারবেন না।

তবে ইলিয়াহু দাবি করেছেন, তিনি রুপক অর্থে পরমাণু বোমা ব্যবহারের কথা বলেছেন। তবে তিনি গাজায় মানবিক ত্রাণ পাঠানোর বিরোধিতা করেন। তিনি বলেন, ‘নাৎসিদের হাতে মানবিক সহায়তা তুলে দেওয়া উচিত নয়।’ গাজায় কোনো নিষ্পাপ, বেসামরিক মানুষ নেই বলেও দাবি করেন তিনি।

এই ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রী আমিহাই ইলিয়াহুকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে। তিনি কোনো সরকারি বৈঠকে থাকতে পারবেন না।

এক টুইটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, `মন্ত্রী আমিহাই ইলিয়াহুর মন্তব্য বাস্তবতা বিবর্জিত। ইসরায়েল ও আইডিএফ আন্তর্জাতিক আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালাচ্ছে এবং বেসামরিক হত্যা এড়িয়ে চলছে। জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এভাবেই অভিযান চালিয়ে যাবো।’

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৯ হাজারের বেশি। আহত হয়েছে অন্তত ২৪ হাজার।

Exit mobile version