Home আন্তর্জাতিক গাজায় ত্রাণের পর এবার বিদ্যুৎ বন্ধ করলো বর্বর ইসরাইল

গাজায় ত্রাণের পর এবার বিদ্যুৎ বন্ধ করলো বর্বর ইসরাইল

অনলাইন ডেস্ক : ত্রাণ সরবরাহ বন্ধের পর এবার ফিলিস্তিনের গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইল। এতে পবিত্র রমজান মাসে চরম ভোগান্তিতে পড়েছে গাজার বাসিন্দারা। সোমবার (১০ মার্চ) আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বাকি জিম্মিদের মুক্তির জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে ইসরাইলি প্রশাসন।

এর আগে ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইলি কোহেনও একই বিষয়ে বিবৃতি দেন। তিনি বলেন, সব জিম্মি ফিরে না আসে পর্যন্ত গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া হামাস যাতে গাজা ছাড়তে বাধ্য হয়, সেটিও নিশ্চিত করতে চান ইলি কোহেন।

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের পর রান্নাবান্না নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। খাবার ও জ্বালানি না থাকায় মুসলিম বিশ্বকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা। বিদ্যুৎ সরবরাহ বন্ধের পদক্ষেপকে সস্তা ও অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল বলে অভিযোগ করেছে হামাস। আর ইসরাইলি মানবাধিকার সংস্থা গিসা বিদ্যুৎ সরবরাহ বন্ধের পদক্ষেপকে যুদ্ধাপরাধের সামিল বলে দাবি করেছে।

এদিকে, সোমবার দোহায় মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি পরবর্তী চুক্তি নিয়ে ইসরাইল ও হামাসের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে।

Exit mobile version