Home জাতীয় গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ

গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক : গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইকস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রাজধানী ঢাকায় আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। রবিবার রাতেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ সোমবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে “মার্চ ফর প্যালেষ্টাইন” শীর্ষক কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি- এনসিপি। শাহবাগে জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি।

“দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা” কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে আগামীকাল সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

এদিকে, রবিবার রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আজাদ প্যালেস্টাইন’ ব্যানারে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রাতে ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। রাত ৯টায় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

Exit mobile version