অনলাইন ডেস্ক : কানাডার অর্থনীতি ২০২২ সালের শেষ প্রান্তিকে মোটেও বৃদ্ধি পায়নি এবং মূলত ডিসেম্বরে এসে আরও সংকুচিত হয়েছে। গত ২৮ ফেব্রæয়ারি, মঙ্গলবার পরিসংখ্যান কানাডা এ তথ্য জানিয়েছে। তিন মাসের মন্দার ফলে টানা পাঁচ ত্রৈমাসিক প্রবৃদ্ধির অবসান হয় এবং এর পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসা এবং পরিবারগুলোর বিভিন্ন ধরনের বিনিয়োগে কম খরচ দায়ী।
ডিসেম্বরে কানাডার মোট অর্থনৈতিক উৎপাদন নভেম্বরের স্তর থেকে ০.১ শতাংশ কমেছে। শেষ প্রান্তিকে যন্ত্রপাতি ও সরঞ্জামের ব্যবসায?িক ব্যয় ৭.৮ শতাংশ কমেছে। ভোক্তাদের দিক থেকে ত্রৈমাসিকে আবাসন বিনিয়োগ ২.৩ শতাংশ কমেছে। বছরের পর বছর ধরে কানাডার হাউজিং সেক্টর প্রবৃদ্ধি করে আসছিলো। কিন্তু গত বছর নাটকীয়ভাবে সে প্রবৃদ্ধিতে ব্যাপক ভাটা পড়ে। কারণ ক্রেতা এবং মালিকরা ব্যাংক অফ কানাডার রেকর্ড সুদ হার বৃদ্ধির প্রভাব হজম করতে পারেনি। ২০২২ সালে সামগ্রিকভাবে আবাসন খাতে বিনিয়োগ ১১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।
অর্থনৈতিক স্থবিরতা :
ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউন বলেছেন, ২০২২ সালে কানাডার অর্থনৈতিক উৎপাদনে স্থবিরতা ব্যাংক অফ কানাডার প্রত্যাশার চেয়ে অর্থনীতিকে খারাপ অবস্থায় ফেলেছে।’ বিপরীতে, দুর্বল অর্থনৈতিক তথ্য কানাডার কেন্দ্রীয় ব্যাংকের কাছে স্বাগত খবর হিসাবে আসতে পারে, যা দেশের মুদ্রাস্ফীতির হার কমানোর চেষ্টা করছে।
মঙ্গলবারের জিডিপি সংখ্যাগুলো সম্ভবত মার্চে ব্যাংক অফ কানাডার পরবর্তী নীতি সভায় তাকে যা করতে চায় তা করার এবং সুদের হার যে অবস্থায় আছে সে অবস্থায় রাখার জন্য একটি সুযোগ করে দেবে।
ডেসজার্ডিনের অর্থনীতিবিদ রয়েস মেন্ডেস বলেছেন, কানাডার জিডিপির সর্বশেষ পরিসংখ্যান ব্যাংক অফ কানাডাকে আগামী সপ্তাহে মূল্যস্ফীতি এবং অর্থনীতি মন্থর হওয়ার বিশ্বাসযোগ্য প্রমাণ সহ তার সাময়িক বিরতির বিষয়ে ব্যাখ্যা করার সুযোগ তৈরী করবে। সূত্র : সিবিসি নিউজ