বিনোদন ডেস্ক : ২০১৪ সালের কথা। একটি বেসরকারি টেলিভিশনের ‘মডেল সার্চ’ আয়োজনে প্রথম রানারআপ হয়েছিলেন। প্রতিযোগিতার বিজয়ীদের অনেকেই ঝরে পড়েছেন, কিন্তু ধীরে ধীরে মিডিয়ায় নিজের অবস্থান শক্ত করেছেন। বলছি এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির কথা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় নিয়ে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে মাহি জানিয়েছেন, খ্যাতির মোহ কখনও তাকে পেয়ে বসেনি।
মাহি বলেন, ‘খ্যাতির মোহ কখনো আমাকে পেয়ে বসেনি। সিনেমা কিংবা টিভি পর্দায় প্রতিদিন নিজেকে দেখা যাবে এমন বাসনাও ছিল না। যে জন্য কাজের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিইনি। সেই কাজটি করতে চেয়েছি, যেটা নিজের ভালো লাগবে। এমন গল্প ও চরিত্র চেয়েছি, যা দর্শকের মনে আঁচড় কাটবে।’
নাটক-টেলিছবির পর এবার ওয়েব দুনিয়ায় অভিষেক হতে যাচ্ছে মাহির। ‘ওভার ট্রাম্প’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এই সিরিজে তার বিপরীতে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আর তার সঙ্গে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত মাহি।
তিনি বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। কারণ তিনি তো অনেক বড় মাপের অভিনেতা, কিন্তু চঞ্চল ভাই এত বেশি সহযোগিতাপরায়ণ, আমি বুঝতেই পারিনি যে আমি তার সঙ্গে অভিনয় করছি।’
ওটিটির কারণে অনেক শিল্পীই টিভি নাটকে কাজ করা কমিয়ে দিয়েছেন। আপনিও কি সেই পথেই হাঁটছেন? এমন এক প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘যারা নাটক ছেড়ে ওটিটিতে অভিনয় করছেন, এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। আমার কাছে মাধ্যম কোনো বড় বিষয় নয়। ওটিটিতে ভালো কাজ হলে করব। তাই বলে টিভি নাটক বাদ দিতে হবে এটা মনে করি না।’
সাক্ষাৎকারে সিনেমা নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি র্যাম্প দিয়ে মিডিয়ার কাজ শুরু করি। এরপর নাটক ও টেলিছবিতে প্রচুর কাজ করেছি। সিনেমায় অভিনয়ে ইচ্ছা যে জাগেনি তা কিন্তু নয়। সে রকম গল্প-চরিত্র পেলে যে কোনো সময় অবশ্যই সিনেমায় অভিনয়ের ঘোষণা দেব।’