অনলাইন ডেস্ক : বাংলাদেশের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহর হত্যাকারীর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা। ২০ জুলাই ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টারের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে যুক্তরাষ্ট্রপ্রবাসী সন্দ্বীপবাসী। মানববন্ধন কর্মসূচিতে বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন।

কমিউনিটি লিডার নুরুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তফা কামাল, সিরাজুল মাওলা, সামছুদ্দিন আজাদ, আবুল কাসেম, ইসমত হক, এন আমিন, সিরাজুদ্দৌলা সেলিম, মফিজুর রহমান, মজিবুল মাওলা, মাওলানা দিদার, জুয়েল প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মুসলিম সেন্টারের ইমাম ক্বারি মাওলানা রুহুল উল্লাহ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ফাহিম সালেহর ছবিসহ পোস্টার-প্ল্যাকার্ড হাতে নিয়ে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে ‘উই ডিমান্ড ক্যাপিটাল পানিশমেন্ট অব একিউজড’সহ বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, ফাহিম শুধু বাংলাদেশিদের জন্যই গর্বের প্রতীক ছিলেন না, তিনি ছিলেন পিছিয়ে থাকা বিশ্বের সামগ্রিক উন্নয়নের অগ্র সৈনিক। তাঁর এই মৃত্যুকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁরা গ্রেপ্তার হ্যাসপিলসহ নিষ্ঠুর-নির্মমতায় মদদদাতা কেউ যদি থেকে থাকে, তাঁদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আয়োজকদের মধ্যে ছিলেন সিরাজুল মাওলা, নুরুল ইসলাম, মোস্তফা কামাল, এন আমিন, ইসমত হক, আবুল কাসেম, সিরাজুদ্দৌলা সেলিম প্রমুখ।