অনলাইন ডেস্ক : কাজাখস্তানে স্টিল জায়ান্ট আর্সেল মিত্তালের মালিকানাধীন একটি খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩২ জন নিহত হয়েছে। দেশটিতে খনির কার্যক্রম জাতীয়করণের একটি খবর আসার পরই এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। খবর বিবিসি
কস্টেনকো খনিতে কাজ করা ২৫২ জনের মধ্যে ১৪ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১৮ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
খনির কার্যক্রম জাতীকরণের জন্য চাপ দেওয়ার কারণে কাজাখস্তানের প্রেসিডেন্ট সিম-জোমার্ট টোকায়েভ খনিতে অগ্নিকাণ্ডের আগে দেশের বৃহত্তম স্টিল মিলে বিনিয়োগ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন।
খনি দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট সিম-জোমার্ট। তিনি এ ঘটনাকে কাজাখস্তানের ইতিহাসে অন্যতম ট্রাজেডি বলে উল্লেখ করেছেন এবং এ ঘটনার জন্য তিনি আর্সেল মিত্তালকে দায়ী করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আমরা এখন নিজেদেরকে খনি ব্যবসায়ের সঙ্গে যুক্ত করার চিন্তা করছি।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, খনি দুর্ঘটনায় আর্সেল মিত্তাল ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি তার সরকারকে সহযোগিতা করবে।