অনলাইন ডেস্ক : আগামী নভেম্বরে অনুষ্ঠেয়, জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনে, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে একটি বৈশ্বিক জোট গঠন করা হবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গতকাল (বুধবার) রিও ডি জেনিরোয় আয়োজিত জি-টোয়েন্টির এক মন্ত্রী পর্যায়ের সভায় এ কথা বলেন।
লুলা বলেন, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই হলো জি-টোয়েন্টির সদস্যদেশগুলোর জন্য এক অভিন্ন চ্যালেঞ্জ। জি-টোয়েন্টির বাইরের দেশগুলোও এই চ্যালেঞ্জ মোকাবিলায় শরিক হতে পারে।
তিনি আরও বলেন, আরও কার্যকর ও ন্যায়সঙ্গত বৈশ্বিক শাসনব্যবস্থা কায়েম না-হলে, দক্ষিণের দেশগুলোর স্বার্থ সম্পূর্ণরূপে রক্ষিত হবে না এবং বিশ্বও ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্ত হবে না।