Home খেলাধুলা ক্ষমা চেয়েছেন এমবাপ্পে, তবু শাস্তি পেতেই হবে

ক্ষমা চেয়েছেন এমবাপ্পে, তবু শাস্তি পেতেই হবে

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে আলাভেসের বিপক্ষে ম্যাচে মেজাজ হারিয়েছেন। করে বসেছেন মারাত্মক এক ফাউল। যার জেরে প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও পরে সিদ্ধান্ত পালটে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচ শেষে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। তবে এরপরও কি শাস্তি থেকে বাঁচতে পারবেন তিনি?

ঘটনাটি রিয়াল-আলাভেস ম্যাচের। ৩৪ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। এর মিনিট চারেক পরই আলাভেস মিডফিল্ডার আন্তোনিও ব্ল্যাঙ্কোর পায়ে কড়া ট্যাকল করেন এমবাপ্পে। শুরুতে রেফারি হলুদ কার্ড দেখান এমবাপ্পেকে। তবে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পালটে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে রিয়ালের ডাগআউটে ছিলেন না কার্লো আনচেলত্তি। ডাগআউট সামলেছেন তার ছেলে ডেভিড আনচেলত্তি। ম্যাচ শেষে এমবাপ্পের সেই ফাউল নিয়ে ডেভিড বলেছেন, ‘এমবাপ্পে কোনো সহিংস খেলোয়াড় নয়। সে তার ভুল বুঝতে পেরেছে এবং ক্ষমাও চেয়েছে।’

লাল কার্ডের সিদ্ধান্ত নিয়েও খুব একটা উচ্চবাচ্য করেননি তিনি, ‘হ্যাঁ, এটা লাল কার্ডই ছিল এবং সে (এমবাপ্পে) তার শাস্তি পেয়েছে। সম্ভবত ম্যাচের শুরু থেকে তাকে করা ছোট ছোট ফাউলের চাপ থেকেই এমন প্রতিক্রিয়া এসেছে। এটা সঠিক প্রতিক্রিয়া নয়, কিন্তু হয়ে গেছে আর কী!’

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ম্যাচ শেষে এমবাপ্পে নিজে গিয়ে আন্তোনিও ব্ল্যাঙ্কোর কাছে ক্ষমা চেয়েছেন। তবে ক্ষমা চাইলেও লাল কার্ড দেখায় শাস্তি তাকে পেতেই হবে। লাল কার্ডের জন্য এমবাপ্পেকে কত ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়- সেটাই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত, আলাভেসের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পরও ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়েই অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।

Exit mobile version