অনলাইন ডেস্ক : দ্য ইউনিভার্সিটি অব সাসকাচুয়ানের প্রফেসর ক্যারি বোরাসের জাতিগত পরিচয় নিয়ে সৃষ্ট বিতর্কের অবসানে একজন নিরপেক্ষ তদন্তকারী নিয়োগ দিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তার আদিবাসী পরিচিতি খতিয়ে দেখবেন উচ্চ ক্ষমতা সম্পন্ন মেটিস আইনজীবী জেন টেইলেট। এর আগে চলতি মাসের শুরুতে একটি তদন্ত প্রতিবেদনে বলা হয় প্রফেসর বোরাসের আদিবাসী দাবি সত্যি নয়। ফলে আদিবাসী কোটার সুযোগ সুবিধা তিনি পাবেন না। তবে প্রফেসর বোরাস ওই প্রতিবেদন প্রত্যাখান করে নিজের দাবির প্রতি অটুট রয়েছেন। ফলে ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে নিরপেক্ষ আইনজীবী জেন টেইলেটকে নিয়োগ দিয়েছে। তিনি তার কাজে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের যে কোন স্টাফকে সাথে নিতে পারবেন।
সিবিসির সাথে এক সাক্ষাতকারে ইউনিভার্সিটি অব সাসকাচুয়ানের প্রভোস্ট আইরিনি বলেছেন, প্রফেসর ক্যারি বোরাস নিজের পরিচয় গোপন করেছেন কিনা তা এবারের নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসবে। তিনি বলেন, আদিবাসীদের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সম্মান রয়েছে। কিন্তু কেউ নিজের পরিচয় গোপন করে সেই সম্মান আদায়ের সুযোগ নিতে চাইলে তা মেনে নেয়া যায় না।
প্রফেসর বোরাসের বিরুদ্ধে পরিচয় গোপনের অভিযোগ পাওয়ার পর গত ১ নভেম্বর থেকে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তিনি ইউনিভার্সিটি অব সাসকাচুয়ানের কমিউনিটি হেলথ অ্যান্ড এপিডেমিওলজি বিভাগে কর্মরত ছিলেন। আদিবাসী কোটায় তিনি এই বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, নিরপেক্ষ তদন্ত শুরু হয়েছে। তদন্ত ফলাফল না পাওয়া পর্যন্ত অভিযুক্ত প্রফেসর দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। সূত্র : সিবিসি