অনলাইন ডেস্ক : শিক্ষার্থীসহ চার জন কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরিপ্রেক্ষিতে স্কারবোরোর ম্যাসন জুনিয়র পাবলিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেপ্টেম্বর ২৮ থেকে অক্টোবর ২ পর্যন্ত স্কুলটি বন্ধ থাকবে বলে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড (টিডিএসবি) রোববার এক টুইটে ঘোষণা দিয়েছে।
স্কারবোরোর ৭৮ ম্যাসন রোডের এই স্কুলটি টরন্টোর প্রথম স্কুল যেটি কোভিড এর কারনে বন্ধ ঘোষনা করা হলো। তবে কোভিড সংক্রমিত হ্ওয়ার তালিকায় এটি হচ্ছে দ্বিতীয় স্কুল।এর আগে গ্লেন পার্ক স্কুলে কোভিড সংক্রমণের ঘটনা ঘটে।ওই স্কুলে দুইজন শিক্ষার্থী পজিটিভ হিসেবে চিহ্নিত হয়। গ্লেন পার্ক স্কুল অবশ্য বন্ধ ঘোষনা করা হয়নি। তবে আক্রান্ত দুই শিক্ষার্থীসহ ৩৫ জন স্টাফ, শিক্ষক ও শিক্ষার্থী আইসোলেশনে রয়েছেন।
টিডিএসবি জানিয়েছে, ম্যাসন জুনিয়র স্কুলের একজন শিক্ষার্থী ও তিনজন স্টাফ কোভিডে আক্রান্ত হয়েছেন বলে টরন্টো পাবলিক হেলথ নিশ্চিত করেছে। নতুনদেশ ডটকম