Home আন্তর্জাতিক কেরালায় ভূমিধসে নিহত বেড়ে ৪৩

কেরালায় ভূমিধসে নিহত বেড়ে ৪৩

অনলাইন ডেস্ক : ভারতের কেরালা রাজ্যে একটি চা বাগানে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার জেলাটির তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, এদিন এক শিশুসহ আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার চা বাগানের শ্রমিকরা যখন ঘুমাচ্ছিলেন তখন ভারি বৃষ্টির কারণে ভূমিধস হয়।

ইদ্দুকি জেলার কর্মকর্তা এইচ. দিনেশান জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখতে হয়। শেষ মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। ছয়টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Exit mobile version