অনলাইন ডেস্ক : বলিউডের ‘ড্রামা কুইন’ বলা হয় রাখি সাখাওয়ান্তকে। কারণ ব্যক্তিগত ও পেশাগত জীবন; দুই জায়গাতেই হরহামেশা নাটকীয় ঘটনার জন্ম দেন তিনি। জানা গেছে, বিয়ে করে এবার নামই পাল্টে ফেলেছেন তিনি। নাম রেখেছেন রাখি সাখাওয়ান্ত ফাতিমা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রাখির বরের নাম আদিল খান দুরানি। গতকাল বুধবার রাখি জানিয়েছেন, সাত মাস আগে বিয়ে করেছেন তিনি। বিয়ের খবর প্রকাশ্যে আনতে পেরে খুশি তিনি। রাখির বিয়ের ছবি, ভিডিও, ম্যারেজ সার্টিফিকেট এরইমধ্যে ভাইরাল।
রাখি জানান, “আমিও জানি না, কেন আদিল আমাদের বিয়েটা লুকোতে চেয়েছিল। সকালে বললাম, আর নয়, অনেক হয়েছে এ বার সবাইকে জানাই। ও কি বাবা-মাকে ভয় পাচ্ছিল? কে জানে!”