বিনোদন ডেস্ক : শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের জীবন নিয়ে সবসময় আলোচনা-সমালোচনা ও চর্চা চলতেই থাকে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে নানা কথা বলতে থাকেন নেটিজেনরা। কখনো কখনো কটাক্ষ করতেও বাদ রাখেন না। এসব ব্যাপারে এবার প্রতিক্রিয়া জানালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ৪টা ১০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের প্রতিক্রিয়া জানান অভিনেত্রী শবনম ফারিয়া। শুরুতেই তিনি লেখেন, ‘পর্দার সামনে কিংবা পেছনে, যে যে ক্ষেত্রেই কাজ করে, সবাই মানুষ। সৃষ্টিকর্তা সবাইকে একভাবেই বানিয়েছে। যিনি ব্যাংকে কাজ করেন, শিক্ষকতা করেন, করপোরেট কাজ করেন কিংবা চিকিৎসক, তার হাত-পা কাটলে যেমন ব্যথা পায়, যারা পর্দার সামনে কাজ করে তারাও একইরকম ব্যথা পায়।’
‘সবার পৃথিবীতে আসার পদ্ধতি একই। মৃত্যুর পর মুসলিম হলে কবর, অন্য ধর্ম হলে সেই অনুযায়ী শেষকৃত্য হয়। সৃষ্টিকর্তা এমন কোনো নিয়ম রাখেননি যে, ওমক পেশায় কাজ করলে তার কবর হবে না, কিংবা ভিন্ন নিয়মে কবর হবে। পর্দার সামনে কিংবা যেকোনো পেশায় কাজ করলেও সবার একটা ব্যক্তিগত জীবন থাকে, সেখানে অনেক উঠা-নামা থাকে। একটা মানুষ কত স্বপ্ন-আশা নিয়ে কারো সঙ্গে সংসার শুরু করে জানেন? যখন কোনো কারণে সংসার করা সম্ভব হয় না, সেইটা কত কষ্টের জানেন?’
তিনি লিখেছেন, ‘বিশ্বাস করেন, সবার পরিবার থাকে। পর্দার সামনে যারা কাজ করে তারা কেউ সমাজ বা পরিবারের বাইরের না। ধরেন কোনো কারণে আপনার বোনের সংসার টিকলো না, আর আশপাশের মানুষ না জেনে তাকে আজেবাজে কথা বলছে। তখন আপনার মার কিংবা আপনার কেমন লাগবে? বিশ্বাস করেন, সবার মা ভাই বা বোনদেরও একই লাগে।’
অভিনেত্রী লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে আমারটা বলতে পারি। ২০২০ সাল পর্যন্ত অভিনয়ই ছিল আমার পেশা। আমার পরিবারের হাজারটা বাঁধার পরও আমি অভিনয় করেছি, কারণ কাজটা আমি ভালোবাসি। ভালো একটা চিত্রনাট্য আসলে উত্তেজনায় আমার রাতে ঘুম হয় না। যদিও শেষ দুই বছর আমি আর আগের মতো কাজ করি না কিংবা বিভিন্ন কারণে খুব কম কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যখন কাজ করতাম, এইটা আমার কাছে আর দশটা কাজের মতোই ছিল। সকালে উঠে শুটিংয়ে যেতাম, রাতে বাসায় আসতাম, শুক্র-শনি খুব জরুরি না হলে শুটিং করতাম না। পার্থক্য একটাই ছিল, অন্যরা ৯টা থেকে ৫টা কাজ করে, আমাদের ১১টা থেকে ১১টা পর্যন্ত কাজ করতে হয়।’
শবনম ফারিয়া লিখেছেন, ‘এখন কাজের ধরনের জন্য আপনারা পর্দার সামনের মানুষদের চেনেন, কাউকে আপনাদের ভালো লাগে, কাউকে কম ভালো লাগে, কাউকে হয়তো ভালো লাগেই না। সেটা স্বাভাবিক। কিন্তু একটা মানুষ তার কষ্টের কথা বলছে, আর আপনার হাতে একটা ফোন আছে তাই আপনি যা ইচ্ছা বলে দিলেন, এটা খুব খুব খারাপ একটা অভ্যাস। শুধু শুধু কাউকে কষ্ট দেয়া একটা অপরাধের সমান। এসব আর করবেন না, প্লিজ, কারো কষ্ট কমাতে না পারলে কষ্ট বাড়ানোর কাজে ভূমিকা রাখবেন না। বিশ্বাস করেন, কেউ ইচ্ছা করে কারো সংসার ভাঙে না। যে যেই পেশাই থাকে, সবাই স্বামী বা সন্তান নিয়ে সুখে থাকতে চায়।’
প্রসঙ্গত, গত বছরের শেষে ওটিটি প্লাটফর্ম হইচই বাংলাদেশে ফারিয়া অভিনীত ‘মোবারকনামা’ ওয়েব সিরিজ মুক্তি পায়। এতে তার অভিনয় প্রশংসিত হয়। সিরিজটিতে শবনম ফারিয়া ছাড়াও আরও অভিনয় করেছিলেন মোশাররফ করিম, শাহনাজ সুমি প্রমুখ।