Home রকমারি কেঁদেই চলেছে কুকুরটি! (ভিডিও)

কেঁদেই চলেছে কুকুরটি! (ভিডিও)

অনলাইন ডেস্ক : ঘটনা করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে। সেখানে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন মনিব। সেই ঘটনা নিজের চোখেই দেখেছে কুকুরটি। মনিব আর ফিরবে না বুঝেও দিনের পর দিন ওই ব্রিজের উপরই বসে আছে কুকুরটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কুকুরটির চোখে পানিও দেখেছে তারা।
ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। স্থানীয় এক বাসিন্দা কুকুরটিকে বেশ কয়েক দিন ব্রিজের উপর বসে থাকতে দেখে তাকে খাবার ও পানীয় দেয়। কিন্তু কুকুরটি তা ছুঁয়েও দেখেনি। এমনকি তাকে ওই বাসিন্দা বাড়ি নিয়ে গেলেও সেখানে থাকেনি। ফিরে এসেছে সেই ব্রিজের উপর। তাকিয়ে রয়েছে নদীর দিকে, যেখানে মনিবকে ঝাঁপ দিতে দেখেছে। ইন্টারনেট।
https://www.youtube.com/watch?v=RIyoLQ84BGU

Exit mobile version