Home আন্তর্জাতিক কৃষক আন্দোলনে যোগ দিতে ২৫০ কিলোমিটার গাড়ি চালালেন বৃদ্ধা

কৃষক আন্দোলনে যোগ দিতে ২৫০ কিলোমিটার গাড়ি চালালেন বৃদ্ধা

অনলাইন ডেস্ক : কৃষক আন্দোলনে ‘পাওয়ার হাউস’ হিসেবে আবির্ভূত হয়েছেন ভারতের নারীরা। এবার ২৫০ কিলোমিটার গাড়ি চালিয়ে আন্দোলনে যোগ দিলেন এক বৃদ্ধা।

পাঞ্জাবের পাতিয়ালা থেকে দলবল নিয়ে মঙ্গলবার দিল্লির সিংঘু সীমানায় হাজির হন ষাটোর্ধ্ব মনজিৎ কাউর। তার লক্ষ্য একটাই, চলমান আন্দোলনে কৃষকদের পাশে থেকে আরও জোরদার লড়াইয়ের বার্তা দেয়া।

তিনি জানান, দাবি আদায়ে ঠাণ্ডা উপেক্ষা করে দিল্লিতে বসে রয়েছেন ঘরের পুরুষ ছেলেরা। তাই তিনি আর চুপ করে ঘরে বসে থাকতে পারেননি।

আর তাই কয়েকজন সঙ্গীকে নিয়ে ২৫০ কিলোমিটারের বেশি জিপ চালিয়ে সিংঘু সীমানায় হাজির হয়েছেন তিনি।

গত ২৮ দিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। এর পরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনো সিদ্ধান্ত আসেনি।

আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সিংঘু সীমান্তে রক্তদান কর্মসূচির আয়োজন করেন কৃষকরা। সেখান থেকে সংগৃহীত রক্তে প্রধানমন্ত্রী মোদিকে একাধিক খোলা চিঠি লেখেন তারা।

Exit mobile version