অনলাইন ডেস্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদে বড় রদবদল এনেছে বেইজিং। বর্তমান মন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে তার পূর্বসূরী ওয়াং ইকে এই পদে ফের নিয়ে এসেছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া। গত বছরের ডিসেম্বরে ওয়াং ইকে অব্যাহতি দিয়ে যুক্তরাষ্ট্রে চীনের সাবেক রাষ্ট্রদূত কিন গ্যাংকে নতুন পররাষ্ট্র মন্ত্রী করেছিল বেইজিং। তার সাত মাসের মধ্যে এই পদে ফের ফিরে এলেন ওয়াং ই।
মঙ্গলবার সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার চীনের শীর্ষ আইনপ্রণেতারা এ পদে পদে ওয়াং ই’র পক্ষে ভোট দিয়েছেন।’
ঠিক কী কারণে কিন গ্যাংকে অপসারণ করা হলো, সে সম্পর্কে কিছু বলেনি সিনহুয়া। তবে সংবাদমাধ্যমটির প্রতিবেদেনে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং ইতোমধ্যে কিন গ্যাংকে অপসারণ ও ওয়াং ই’কে পুনর্বহাল সংক্রান্ত সরকারি আদেশে স্বাক্ষর করেছেন।
অবশ্য গত প্রায় ১ মাস ধরেই প্রকাশ্যে দেখা যাচ্ছিল না কিন গ্যাংকে। গত ২৫ জুন বেইজিংয়ে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে রুদেঙ্কোর সঙ্গে বৈঠকের পর থেকেই ‘গায়েব’ আছেন ৫৭ বছর বয়সী কিন। এই মুহূর্তে তিনি দেশে রয়েছেন কিনা— তাও নিশ্চিত নয়।
চলতি মাসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিভাগের প্রধান জোসেপ বরেলের বেইজিং সফরের কথা ছিল, গত শুক্রবারে বেইজিংয়ে আসার কথা ছিল যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলিরও। কিন্তু কিনের অনুপস্থিতির কারণে ২টি সফরই বাতিল হয়।
কিনের অনুপস্থিতির কারণে দক্ষিণ আফ্রিকায় সদ্য অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে গিয়েছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওয়াং ই।
২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত চীনের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন ৬৯ বছর বয়সী ওয়াং ই। পরে ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র চীনের সাবেক রাষ্ট্রদূত কিন গ্যাংকে এই পদে আনে বেইজিং এবং ওয়াং ই’কে করা হয় চীনের শীর্ষ কূটনীতিক।
কিন গ্যাং এখন কোথায় আছেন— জানতে চেয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল এএফপি। কিন্তু মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এএফপিকে বলেছেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে বলার মতো কোনো তথ্য আমার কাছে নেই।’