Home Uncategorized কিছু বলার ভাষা নেই: জেসিকা

কিছু বলার ভাষা নেই: জেসিকা

বিনোদন ডেস্ক : ‘দ্য আইজ অব টাম্মি ফায়ে’ সিনেমায় অভিনয় যেন অনন্য উচ্চতায় নিয়ে গেল অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইনকে। সিনেমাটির জন্য এরইমধ্যে প্রশংসিত হওয়ার পাশাপাশি একাধিক পুরস্কার ঘরে তুলছেন তিনি।

ক’দিন আগেই সিনেমাটির জন্য যুক্তরাষ্ট্রের সান্তা মনিকা এয়ারপোর্টে আয়োজিত স্ক্রিন অ্যাকটর্স গিল্ড অ্যাওয়ার্ডের (এসএজি) এবারের আসরে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন তিনি। এবার সেই পুরস্কারের ঝুলি আরও ভারি করলেন এই অভিনেত্রী। এই সিনেমাটির জন্য এবারের ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জেসিকা।

ক্রিটিক চয়েজে নেটফ্লিক্সের জয়জয়কার!ক্রিটিক চয়েজে নেটফ্লিক্সের জয়জয়কার!
গত বরিবার জমকালো আয়োজনে লস অ্যাঞ্জেলসের দ্য সেঞ্চুরি প্লাজা হোটেলে তার হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। নিজের এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘আমি অভিভূত, উচ্ছ্বসিত! কিছু বলার ভাষা নেই। কৃতজ্ঞতা সবার প্রতি।’ উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে লস অ্যাঞ্জেলসে আগের রূপে ফেরে ক্রিটিক চয়েজের ২৭তম এই আসরটি।

Exit mobile version