Home বিনোদন কারিনা রহস্য

কারিনা রহস্য

বিনোদন ডেস্ক : দ্বিতীয় সন্তান জন্মানোর পর প্রথমবার প্রকাশ্যে এলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। কিছুদিনের ছুটির পর আবারো কাজে ফিরলেন তিনি। বিরতির পর আগের মতোই যেন তার ফিটনেস। দেখলে বোঝাই যাবে না যে, তিনি মা হয়েছেন কিছুদিন আগে। এর আগে প্রথম সন্তান তৈমুর জন্মের পরও দ্রুত জিরো ফিগারে চলে এসেছিলেন কারিনা। এদিকে এবার সাদা পোশাকে প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। গত ২১শে ফেব্রুয়ারি দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন কারিনা। প্রসঙ্গত কারিনার আপকামিং প্রজেক্ট ‘লাল সিং চাড্ডা’।
এই ছবিতে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এ নায়িকা। কিছুদিন আগে নবজাতকের সঙ্গে একটি ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেন কারিনা। যদিও পরে তিনি সেটি ডিলিট করে দেন। প্রথম সন্তান তৈমুরের জন্মের পরও কয়েকদিনের মধ্যেই কাজে ফিরেছিলেন তিনি। এবারও তার অন্যথা হলো না। সমপ্রতি একটি সেলিব্রিটি কুকিং- শো’র শুটিংয়ে যাওয়ার সময় পাপারাজ্জিদের ফ্রেমবন্দি হন তিনি। গর্ভবতী থাকাকালীনও একইভাবে কাজ করতে দেখা গেছে কারিনাকে। এদিকে কুকিং শোতে যাওয়ার সময় সাংবাদিকরা তাকে দেখেই প্রশ্ন ছুড়ে দেন- এত দ্রুত কীভাবে ফিটনেস ফিরিয়ে আনেন। এ নায়িকা হেসে বলেন, এটা হলো কারিনা রহস্য। এটা রহস্যই থাক না!

Exit mobile version