অনলাইন ডেস্ক : কাশিমপুর কারাগার-২ থেকে নিখোঁজ হয়েছেন আবু বকর দিদ্দিক নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে খোজাঁখুজি করে রাত সাড়ে ১২টা পযর্ন্ত তাকে কারাগারের ভেতরে কোথাও খুজেঁ পাওয়া যায়নি। তিনি কাশিমপুর-২ কারাগারের কয়েদি।
শুক্রবার বেলা সোয়া ১১টায় আইজিপ্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল বলেছেন, কাশিমপুরে নিখোঁজ ওই কয়েদিকে এখনো পাওয়া যায়নি। তদন্ত চলছ। যারা দায়িত্বে অবহেলা করেছেন তদন্ত কমিটির মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আইজিপ্রিজন বলেন, এ বন্দি আগেও একবার কারাগারের ভেতরে লুকিয়ে ছিলেন। পরে তাকে পাওয়া গেছে। কয়েদি নিখোঁজের বিষয়টি আমরা পুলিশকে অবগত করেছি। তবে এখনো কারাগারের ভেতরে অনুসন্ধান চলছে।
আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসেছিলেন ফাঁসির আসামি হিসেবে। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাঁকে যাবজ্জীবন দেয়া হয়।
কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুরে।
কাশিমপুরের কারাগারের একজন কমর্কতা জানান, কাশিমপুর অনেক বড় কারাগার। কোথাও লুকিয়ে থাকতে পারে। ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করে সেল এলাকায় সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন। অনেক খোঁজাখুজি শেষে পরদিন তাকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়। এবারও তা হতে পারে।