Home আন্তর্জাতিক কাবার ইমামকে হামলার চেষ্টা, যুবক গ্রেপ্তার 

কাবার ইমামকে হামলার চেষ্টা, যুবক গ্রেপ্তার 

অনলাইন ডেস্ক : সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ইমামের ওপর হামলার চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।গতকাল শুক্রবার কাবা প্রাঙ্গণে জুমার নামাজের খুতবা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জুমার নামাজের আগে খুতবা দেওয়ার সময় ইমামের দিকে লাঠি হাতে তেড়ে যান মসজিদের ভেতরে অবস্থান করা এক ব্যক্তি। এ সময় ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন।

হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়, জুমার আগে কাবার ইমাম শেখ বালিলাহ খুতবা দিচ্ছিলেন। এ সময় ইহরাম বাঁধা এক ব্যক্তি তার দিকে আক্রমণাত্বকভাবে তেড়ে যান। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তারক্ষীরা হেফাজতে নিয়েছেন।

তবে ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। কী কারণে এবং কী উদ্দেশ্যে হামলার চেষ্টা চালানো হয়, এ বিষয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

 

Exit mobile version