Home কানাডা খবর কানাডিয়ান গ্রাঁ প্রি বাতিলের প্রস্তাব মন্ট্রিল স্বাস্থ্য বিভাগের

কানাডিয়ান গ্রাঁ প্রি বাতিলের প্রস্তাব মন্ট্রিল স্বাস্থ্য বিভাগের

অনলাইন ডেস্ক : মন্ট্রিল পাবলিক হেলথ কতৃপক্ষ বলেছেন, তারা এবারের গ্রীস্মে অনুষ্ঠিতব্য ‘কানাডিয়ান গ্রাঁ প্রি’ প্রতিযোগিতা বাতিলের পক্ষে। কোভিড-১৯ পরিস্থিতির অবণতি ঠেকাতে তারা জনপ্রিয় এই প্রতিযোগিতাটি এবার না করার প্রস্তাব দিয়েছে। আগামী ১৩ জুন এই প্রতিযোগিতা হবার কথা। সারা বিশ্ব থেকে আড়াই হাজার প্রতিযোগী এতে অংশ নেয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। এ ধরণের একটি আয়োজনের জন্য যে বিপুল জনসমাগম হবে তা করোনা সংক্রমণ ছড়াতে সহায়তা করবে বলে স্বাস্থ্যকর্মীরা আশঙ্খা করছেন। তাই তারা এবার এ প্রতিযোগিতাটি না কারার জন্য মত দিয়েছেন।

প্রসঙ্গত গতবছরও করোনা মহামারির কারণে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই কার রেসিং প্রতিযোগিতা বাতিল করা হয়েছিল। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version