Home কানাডা খবর কানাডা এপ্রিলে ৪১ হাজার কর্মসংস্থান যোগ করেছে অধিকাংশ খণ্ডকালীন

কানাডা এপ্রিলে ৪১ হাজার কর্মসংস্থান যোগ করেছে অধিকাংশ খণ্ডকালীন

অনলাইন ডেস্ক : কানাডার অর্থনীতিতে গত এপ্রিল মাসে ৪১ হাজার নতুন কর্মসংস্থান যোগ হয়েছে, যদিও এর বেশিরভাগই খণ্ডকালীন কাজ। পরিসংখ্যান কানাডা গত ৫ মে, শুক্রবার জানিয়েছে যে বেকারত্বের হার সবশেষ পরিসংখ্যান মতে পাঁচ শতাংশে স্থিতিশীল ছিল।
নতুন যোগ হওয়া কর্মসংস্থানের মধ্যে অন্টারিও প্রদেশ ৩৩ হাজার, প্রিন্স এডওয়ার্ড দ্বীপ ২ হাজার ২০০ চাকরি যোগ করেছে। অন্যদিকে, ম্যানিটোবা ৪ হাজার কর্মসংস্থান হারিয়েছে এবং অন্য সব জায়গায় চাকরির বাজার সামান্য পরিবর্তিত হয়েছে। ৪৭ হাজার নতুন পদসহ প্রায় সব নতুন চাকরি ছিল খণ্ডকালীন। অপরদিকে ফুল-টাইম চাকরির পদ পূরণ হয়েছে ৬ হাজার ২০০টি এবং স্ব-কর্মসংস্থান খুব একটা বাড়েনি।
যারা মাসে শুধুমাত্র পার্টটাইম কাজ করে তাদের মধ্যে ছয়জনে একজন জানিয়েছেন যে, তারা ফুলটাইম কাজ পছন্দ করলেও তা খুঁজে পায়নি। মাসে গড় ঘণ্টায় মজুরি ছিল ৩৩.৩৮ কানাডিয়ান ডলার। এ হার এক বছর আগের তুলনায় ১.৬৬ বা ৫.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত টানা তিন মাসেই মজুরি বৃদ্ধির এ হার অব্যাহত রয়েছে এবং মজুরি লাভের এই হিসেব একই সময়ের মধ্যে মুদ্রাস্ফীতির হারকে ছাড়িয়ে যাচ্ছে। যদিও অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান যোগ করেছে, তবে বেকারত্বের হার কমানোর জন্য এটি যথেষ্ট নয়। কারণ আরও বেশি লোক চাকরি খুঁজছে।

মাসে ৪৭ হাজারেরও বেশি লোক শ্রমশক্তিতে প্রবেশ করেছে। সা¤প্রতিক মাসগুলোতে এটি একটি পুনরাবৃত্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে বিষয়টি অর্থনীতিবিদরা আমলে নিতে শুরু করেছেন এবং তাদের প্রত্যাশাকে পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছেন, যেহেতু সা¤প্রতিক তথ্য প্রকাশ করেছে যে কানাডার জনসংখ্যা গত বছর এক মিলিয়নেরও (১০ লাখ) বেশি বেড়েছে।
ডেসজার্ডিনের অর্থনীতিবিদ রয়েস মেন্ডেস বলেছেন, জনসংখ্যার চলমান বৃদ্ধির অর্থ হল নিয়োগ শ্রমবাজারকে ততটা সঙকটপূর্ণ করছে না যতটা হওয়ার কথা। এপ্রিল মাসে কানাডায় নতুনরা এখনও আপেক্ষিক হারে স্বাচ্ছন্দ্যের সাথে কাজ খুঁজে পাচ্ছিল। এ নিয়ে কানাডার অর্থনীতিতে টানা অষ্টম মাসে ধারাবাহিকভাবে কর্মসংস্থান যোগ করা হয়েছে। সূত্র : সিবিসি নিউজ

Exit mobile version