Home কানাডা খবর কানাডা উদীচীর অনলাইন স্মরণসভা : আলোর পথযাত্রী প্রগতির শিক্ষক কামাল লোহানীর আদর্শের...

কানাডা উদীচীর অনলাইন স্মরণসভা : আলোর পথযাত্রী প্রগতির শিক্ষক কামাল লোহানীর আদর্শের পথে সকলকে এগিয়ে আসার আহ্বান

অখিল সাহা, টরন্টো : প্রগতির আলোকবর্তিকা সদ্যপ্রয়াত দেশবরেণ্য ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা কামাল লোহানী স্মরণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদ আয়োজিত স্মরণসভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। তাঁরা আরো বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক জগতের এই মহীরূহ ছিলেন সাধারণ মানুষের অধিকার ও দাবি প্রতিষ্ঠার জন্য নিবেদিতপ্রাণ ও সকল প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে। সকল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আজন্ম প্রতিবাদী, মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল মহলের অগ্রসৈনিক সাম্যবাদী কামাল লোহানীর মৃত্যু দেশের দরিদ্র ও নিম্নবিত্তসম্পন্ন মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁকে জীবন্ত ইতিহাস বলেও অনেকে অভিহিত করেন। তাঁরা তাঁর রেখে যাওয়া মতাদর্শ ও অসমাপ্ত কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় সকলে গভীর শোক ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। স্মরণসভার শুরুতে কামাল লোহানীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন কানাডা উদীচীর সহসভাপতি স্বপন বিশ্বাস।

গত ২৭শে জুন শনিবার সকাল ১০টা (কানাডা সময়) উদীচীর প্রাক্তন সংগ্রামী সভাপতি কামাল লোহানীর স্মরণে কানাডা সংসদের সভাপতি সুভাষ দাশের সঙ্গীত নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কানাডাসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উদীচীর কর্মাদের সাথে স্মরণ সভায় সংযুক্ত ছিলেন শোকার্ত সন্তান বন্যা লোহানী এবং স্মৃতিচারণ করেন শোকার্ত সন্তান সাগর লোহানী। ভিডিও বক্তব্যে গভীর শোকানুভুতি নিয়ে স্মৃতিচারণ করেন কবি আসাদ চৌধুরী। উক্ত সভায় ঢাকা থেকে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সদস্য গণসংগীত শিল্পী হাবিবুল আলম স্মরণ ও সঙ্গীত পরিবেশন, স্মরণ করেন সঙ্গীতা ইমাম, কেন্দ্রের সহ সাধারণ সম্পাদক অমিত দে।

উদীচী যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস সভায় সংযুক্ত থেকে স্মরণ ও শ্রদ্ধা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র থেকে আরো উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ এলায়েন্স, নিউইয়র্ক শাখার আলিম উদ্দিন, প্রগ্রেসিভ এলায়ে›স, জর্জিয়া আটালান্টা শাখার শ্যাম চন্দ ও ইলা চন্দসহ আরো অনেকে।
এছাড়াও উদীচী যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি বৈদেশিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত রফিকুল হাসান জিন্নাহ ও যুক্তরাজ্য উদীচীর সভাপতি হারুনুর রশীদ।

স্মরণ সভায় কানাডা থেকে সঙ্গীতের মাধ্যমে অংশ নেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পার্থ সারথী শিকদার ও নাহিদ কবীর কাকলী। উদীচীর শিল্পী নির্বাহী সদস্য মুক্তিপ্রসাদও গানে অংশগ্রহণ করেন। স্মৃতিচারণে অংশ নেন কানাডা প্রবাসী লেখক মুক্তিযোদ্ধা দিনু বিল্লাহ, কানাডা উদীচীর সহসভাপতি সৌমেন সাহা ও নির্বাহী সংসদ সদস্য পারভেজ চৌধুরী, বক্তব্য রাখেন উপদেষ্টা মাহবুব আলম, কেন্দ্রীয় উদীচীর নির্বাহী সংসদ সদস্য ও কানাডা উদীচীর নির্বাহী সদস্য আজিজুল মালিক, উপদেষ্টা বিদ্যুৎরঞ্জন দে ছাড়াও বক্তব্য রাখেন রবীন্দ্র সংগীত শিল্পীসংস্থা কানাডার সভাপতি ড: ইখতিয়ার ওমর। সৌমেন সাহা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, কামাল লোহানীর সাথে কানাডা উদীচীর সম্পর্ক সাংগঠনিক কার্যক্রমেরও অনেক গভীরে ছিল। তিনি পঞ্চম সম্মেলনে (সেপ্টেম্বর, ২০১৬) ভিসা জটিলতার কারণে এখানে আসতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত সম্মেলন উদ্বোধন করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র শাখা উদীচীর উদ্বোধনে এলে শুধুমাত্র কানাডা উদীচীর কর্মীদের সাথে দেখা করার জন্য অসুস্থ শরীরে দীর্ঘপথ পাড়ি দিয়ে বাফেলো নায়াগ্রা ফলসে আসেন ১২ই নভেম্বর, ২০১৬ তারিখে। কানাডা উদীচীর একটি বড় দল সেখানে তাঁর সাথে দিনব্যাপী আনন্দঘন সময় পার করে।

কানাডা থেকে উদীচী কানাডা সংসদের কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী তাজউদ্দিন আহমেদ, কানাডা উদীচীর উপদেষ্টা প্রাক্তন ডাকসু এজিএস নাসির উদ দুজা, উপদেষ্টা শিক্ষক টিটো খন্দকার, কানাডা উদীচীর সহসভাপতি রবীন্দ্র সঙ্গীত শিল্পী ড: মমতাজ মমতা, মন্ট্রিয়ল থেকে কানাডা উদীচীর সহ সভাপতি বাবলা দেব, সাস্কাটুন থেকে কানাডা উদীচীর সদস্য পরিমল রায় তুষার ও ডা: দিব্যেন্দু মৈত্র, প্রবাসী প্রাক্তন সাংবাদিক লেখক নুর কাজীসহ আরো অনেকে।

উল্লেখ্য, ঢাকায় পান্থপথের হেল্থ এন্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুস ও কিডনিজনিত সমস্যার মধ্যে করোনা পজিটিভ হলে তাঁকে শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সম্মানিত বেসামরিক একুশে পদকপ্রাপ্ত এই সংগ্রামী ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানবিরোধী সকল রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি কম্যুনিস্ট পার্টি ও ন্যাপের রাজনীতিতে যোগদান, ছায়ানট ও ক্রান্তির সাংগঠনিক ও সাংস্কৃতিক আন্দোলনে থাকা, রবীন্দ্রসংগীত নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলন, নৃত্যনাট্যে অংশগ্রহণ, স্বাধীন বাংলা বেতারের সংবাদ বিভাগের প্রধানসহ শিল্পকলা একাডেমী ও প্রেস ইনস্টিটিউট-এর দায়িত্ব পালনসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক পদেও কাজ করেছেন। তিনি পাবনার উল্লাপাড়ার সোনাতলা গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন।

Exit mobile version