অনলাইন ডেস্ক : চলতি সপ্তাহেই কানাডার সব স্কুলে স্বশরীরে উপস্থিতিতে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর স্কুল খোলার পূর্ব মুহূর্তে শিক্ষার্থীরা আনন্দে ভাসলেও অভিভাবকেরা রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। সন্তানদের নিরাপত্তা নিয়েই তাদের মূল দুঃশ্চিন্তা। স্কুল কতৃপক্ষ বিভিন্ন স্বাস্থ্য বিধির কথা জানিয়ে দিলেও অভিভাবকেরা এসব বিষয়ে নিশ্চিত হতে পারছেন না। তাদের চিন্তা-স্কুলে গিয়ে তার সন্তান সব নিয়ম মানতে পারবে তো? তাদের সন্তানদের কোন স্বাস্থ্যগত সমস্যায় পড়তে হবে না তো?

ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলের দুই শিক্ষার্থীর মা থেরেসা মরিস গত সোমবার রাতে একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে বলেন, আমি আমার সন্তানদের নিরাপত্তার জন্য সম্ভাব্য সব কিছুই ভেবে রেখেছিলাম। কিন্তু স্কুলে রওয়ানা হওয়ার পর দেখি ভুল করে মাস্ক না নিয়েই চলে এসেছি। যদিও মাস্ক বাধ্যমূলক নয় তবুও স্কুলে এসে দেখি অনেক শিক্ষার্থীর মুখে ও হাতে হাতে মাস্ক। এছাড়া ক্লাসরুমে সঠিক নিয়ম মেনে বসা নিয়েও তিনি চিন্তিত ছিলেন। অন্টারিওর একটি স্কুলের শিক্ষার্থী দুই ভাই জবিম ও দান্তে। তাদের মা আফরোজ সিনফ্রন বলেন, স্কুল শুরুর আগের রাতে আমরা রিতিমত মহড়া করেছি। স্কুলে কী করা যাবে, কী করা যাবে না, কেমন করে হাত পরিস্কার করতে হবে, কেমন করে বেঞ্চে বসতে হবে এসব নিয়ে মহড়া। এতদিন পর স্কুলে যাওয়ার বিষয়টি সত্যিই একটু ‘কঠিন’ লাগছে।

এদিকে স্কুল কতৃপক্ষ অভিভাবকদের কোন রকম চিন্তা না করার বিষয়ে আস্বস্ত করে বলছে, শ্রেণীকক্ষে আপনাদের সন্তান পূর্ণ নিরাপদেই থাকবে। সেন্ট জন বস্ক স্কুলের প্রিন্সিপাল লিন্ডা হার্ট বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা সম্ভাব্য সবকিছু করেছি। কাজেই দুঃশ্চিন্তার কিছু নেই। তাদের স্কুলের ঐতিহ্য অনুযায়ী প্রথম দিন শিক্ষার্থীদের নেচে গেয়ে অভ্যর্থনা জানানো হয়। সূত্র : সিবিসি