অনলাইন ডেস্ক : কানাডায় রক্তদান কর্মসূচি করেছে দেশটিতে বাংলাদেশি প্রকৌশলী ও কম্পিউটার পেশাজীবীদের সংগঠন ‘বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কম্পিউটার প্রোফেশনালস ব্রিটিশ কলাম্বিয়া’ (বিইসিবিসি)।

রোববার দেশটির ব্রিটিশ কলাম্বিয়ায় অনুষ্ঠিত এ আয়োজনের সমন্বয়ে ছিল ‘কানাডিয়ান ব্লাড সার্ভিসেস’।

আয়োজক সংগঠনের সভাপতি মিজান মজুমদার বলেন, “রক্তদানকারী অনেকের কাছে এটি ছিল তাদের প্রথম অভিজ্ঞতা, চোখে-মুখে ছিল তৃপ্তি। তারা বলছিলেন যে এটি তাদের জীবনের অন্যতম সেরা স্মৃতি।”

সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান বলেন, “বৈশ্বিক মহামারীর সময়আমাদের এ উদ্যোগ কানাডায় বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আমার বিশ্বাস।”
অনুষ্ঠানে রক্তদান করেছেন শামসুল শিকদার ও তার স্ত্রী কাজী আফরোজা সুলতানা, হুমায়ূন ইবনে হামিদ, মাশুকুর আর কামিল, নর্মনা মজুমদার, মো. শফি সরোয়ার, মোহাম্মদ কামরুজ্জামান ও মনিরুজ্জামান শামীম।

অনুষ্ঠানের আরেক পর্বে ছিল কোভিড-১৯ সঙ্কটে জীবনবাজি রেখে নিরলস কাজ করে যাওয়া অ্যাসেনশিয়াল হেল্থ ওয়ার্কার্সদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।
এতে বিইসিবিসি এর সহ সভাপতি নাশিলা জাহান ও শাহেদ আনোয়ারের নেতৃত্বে রাস্তায় দাঁড়িয়ে ঘণ্টা বাজিয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন তারা। তাদের সমর্থনে অনেকেই গাড়ির হর্ন বাজিয়ে শ্রদ্ধা প্রদর্শনে যোগ দেন।