মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। ঢাকার খুব কাছে সাভারের এই বিশ্ববিদ্যালয় একসময় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত ছিল। মুক্ত চিন্তার প্রতীক এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অসামান্য ভূমিকা রেখে আসছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ছড়িয়েছিটিয়ে আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায়। ২০২১ সাল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ বছর। এ বছর বিশ্ববিদ্যালয়টি পূর্ণ করল তার ৫০ বছর। বছরজুড়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পালন করছেন সুবর্ণজয়ন্তী। কানাডার ম্যানিটোবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ১৮ জানুয়ারি অনলাইনে পালন করলেন সুবর্ণজয়ন্তী উৎসব।

কানাডায় কোভিড-১৯ মহামারির কারণে কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারে না। সব ধরনের সামাজিক-ধর্মীয় জমায়েত নিষিদ্ধ। এমনকি কারও বাসায় অতিথি আগমনও নিষিদ্ধ।

এ ধরনের পরিস্থিতিতে ম্যানিটোবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে সুবর্ণজয়ন্তী পালনের সিদ্ধান্ত নেন। কানাডার এই প্রভিন্সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫ জন প্রাক্তন শিক্ষার্থী বসবাস করেন। কেউ এখানে পরিবার-পরিজন নিয়ে স্থায়ী বসবাস করেন, আবার অনেকে এখানকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাতটায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শায়েখ-উস-সালেহীন। অনুষ্ঠানজুড়ে চলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্মৃতিচারণা। ঘুরেফিরে আলোচনায় প্রাধান্য পায় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের নাটক দেখার স্মৃতি, ১৯৮৮ সালে বন্যার সময় বন্যাকবলিত এলাকায় রুটি বানিয়ে বিতরণের কথা, হলের ডাইনিংয়ে ৪ টাকায় প্রতিবেলা খাওয়ার কথা, মাত্র ১ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসে ঢাকা যাওয়া বা আসার কথা, প্রান্তিক-চৌরঙ্গীতে আড্ডার স্মৃতি, শীতের পাখির কলকাকলির কথা, হলজীবনের কথা। সম্প্রতি বের হওয়া শিক্ষার্থীরা তাঁদের হলের গণরুমে একসঙ্গে ১০০ জনের থাকার কথাও বলেন। প্রায় তিন ঘণ্টাজুড়ে চলে এই প্রাণবন্ত আলোচনা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদা রাব্বানী, আনোয়ারা জাহান, আবদুল্লাহ আল জাবেদ, কাজী আমিনা আমিন, মুনতাসসির ইবনে আসকর, বজলুর রহমান, মোহাম্মদ সাকিবুর রহমান খান, শায়েখ-উস-সালেহীন, ইকবাল হোসেন, ইমামুল ইসলাম, মাহমুদুল হাসান, মাহফুজুর রহমান, জয় সাহা, শরীফ ইসলাম, তানভীর হাসনাইয়েন, মাহমুদুল হক, তাহেরা আফরিন, আনিকা মারিয়াম প্রমুখ।