Home কানাডা খবর কানাডায় আসাদ চৌধুরীর দাফন শুক্রবার

কানাডায় আসাদ চৌধুরীর দাফন শুক্রবার

লায়লা নুসরাত, কানাডা: বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর নামাজে জানাজা আগামীকাল শুক্রবার কানাডার স্থানীয় সময় বাদ জুমা টরন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হবে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মসজিদের অভ্যন্তরে আধা ঘণ্টা রাখা হবে কবির মরদেহ। এরপর স্থানীয় পিকারিং ডাফিন মেডোজে তাঁর দাফন সম্পন্ন হবে।

এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার অশোয়া শহরের লেকরিজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসাদ চৌধুরী।

দীর্ঘদিন ধরে কানাডার টরেন্টোতে একমাত্র মেয়ে নুসরাত জাহান চৌধুরীর সঙ্গে থাকছিলেন আসাদ চৌধুরী। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই কবির বয়স হয়েছিল ৮৩ বছর। গত এক বছর ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কবির জামাতা নাদিম ইকবাল গণমাধ্যমকে জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হলে গতমাসে কবি আসাদ চৌধুরীকে কানাডার লেকরিজ হেলথ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সবশেষ সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া জমিদার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে ‘তবক দেওয়া পান’, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সম্পাদিত গ্রন্থ ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

Exit mobile version