অনলাইন ডেস্ক : কানাডার মন্ত্রিসভায় প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড। তহবিল মেলানোয় ব্যর্থ হয়ে সদ্যসাবেক অর্থমন্ত্রী বিল মর্নোর পদত্যাগের পর ২৪ ঘণ্টা না যেতেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন অর্থমন্ত্রী হিসেবে উপপ্রধানমন্ত্রী এবং আন্তঃসরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী ফ্রিল্যান্ডের নাম ঘোষণা করেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কানাডার রিডো হলে তিনি অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। খবর বিবিসির।

অর্থমন্ত্রী নিযুক্ত হওয়ার পর ফ্রিল্যান্ডকে এখন আন্তঃসরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হবে না। তার স্থলে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডমিনিক লেব্ল্যাঙ্ক। তবে ফ্রিল্যান্ড আগের মতো উপপ্রধানমন্ত্রীর কাজও সামলাবেন।

৪১ হাজার ডলারের হিসেব মেলাতে না পারায় গত সোমবার বিল মর্নো অর্থমন্ত্রণালয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। উই চ্যারিটি কেলেঙ্কারির জন্য বেশ কিছুদিন ধরেই চাপে ছিলেন তিনি।

উই চ্যারিটি নামের একটি দাতব্য সংস্থার কাজ দেখতে গিয়ে বিদেশে সফরকালের ৪১ হাজার ডলার খরচের হিসেব দেখাতে পারেননি সাবেক অর্থমন্ত্রী বিল মর্নো। সোমবার পদত্যাগ ঘোষণার সময় তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি, এখানে কিছু একটা অনিয়ম হয়েছে। এ অবস্থায় আমার জন্য আর মন্ত্রণালয়ের কাজে জড়িত থাকা ঠিক হবে না।